মূল বইটি "সফোক্লিস" নাটক আকারে লিখেছিলেন আজ থেকে আড়াই হাজার বছর আগে। নাটকটিকে গল্পের ছলে উপস্থাপন করেছেন রফিকুর রশিদ। গল্পের দুর্ভাগ্যতা আর করুণতার জন্য উতরে গেছে বইটি। এমনিতে রূপান্তরকারী লেখককে কৃতিত্ব দিতে পারছি না। অপ্রয়োজনীয় বাহুল্য আর সমস্ত বই জুড়ে বারবার অদরকারি পুনরাবৃত্তির কারণে রূপান্ত করা বইটি গ্রহণযোগ্যতা থেকে বারবার ছিটকে গিয়েছে। 'সব্যসাচী হাজরা'র প্রচ্ছদটা চমৎকার হয়েছিল।