ইতিহাস মানুষকে পথ দেখায়৷ জ্ঞানকে সমৃদ্ধ করে৷ কিন্তু বাস্তবে দেখা যায় সময়ের কিম্বা আগ্রহের অভাবে ইতিহাস চর্চা করা হয় না৷ সে হিসেবে এক বসায় পৃথিবীর ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা পেতে বইটি সুন্দর৷ ইতিহাসের প্রথম পাঠগুলোর মধ্যে এটা যোগ করা যেতে পারে৷
মানুষের ইতিহাস (মধ্যযুগ) বইটিতে মূলত মধ্যযুগের ইউরোপের সামন্ত সমাজব্যবস্থার গল্প তুলে ধরা হয়েছে। কীভাবে রোমানদের কেন্দ্রীয় শাসনব্যবস্থা ভেঙ্গে পড়ে সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ম্যানর ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে উঠেছে এবং পোপতন্ত্র ও চার্চ সারা ইউরোপে কীভাবে ক্ষমতার বিস্তার ঘটিয়েছে তা বর্ণনা করা হয়েছে। এ ছাড়া ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ক্রুসেডের অভিযানগুলোর কথা বইটিতে বলা হয়েছে। বইটিতে বাইজেন্টাইন, ভারত, চীন, উত্তর ও দক্ষিণ আমেরিকার সমাজব্যবস্থার কথা বলা হয়েছে। তুর্কিদের হাতে কনস্টান্টিনোপলের পতনের বর্ণনা দিয়ে মধ্যযুগের ইতিহাস শেষ করা হয়েছে।