সরস গল্প
বিমল কর
আনন্দ পাবলিশার্স
মূল্য ৩০০/-
এই বইটি হাতে পাবার আগে বসন্ত বিলাপ কম করে হলে ২৫-৩০ বার দেখেছি, অথচ কার গল্প জানতাম না। পড়তে শুরু করার পর বাংলা সিনেমার ৭০-৮০ দশকের কথা মনে পড়ছিলো। কোনো সুড়সুড়ি বা অযথা হাসাতে যাবার ইচ্ছে নেই, শুধুমাত্র কথা আর ঘটনার মারপ্যাচে আপনি হাসতে বাধ্য। পুজোর আগে বইটা পড়তে বসি, নস্টালজিক হয়ে পড়ছিলাম এরকম লেখা পড়ে, যেখানে আছে আদ্যো-পান্তো বাঙালি, বাঙালিয়ানা, বৈঠক, আড্ডা, বন্ধুদের মধ্যে রঙ্গ-রস, পরশুরাম এর কথায় এবং ইত্যাদি। এবছর পুজো vibes নিয়ে আসার জন্য বইটির অবদান অনস্বীকার্য।