বিচিত্র এবং ভিন্ন স্বাদের এক ডজনেরও বেশি গল্প আছে বইটিতে। 'আতঙ্কের প্রহর'-এ নির্জন কটেজে এক ম্যানিয়াকের কবলে তরুণী জেনের প্রাণ সংশয় আপনাকে আতঙ্কিত করে তুলবে। 'পরকীয়া'য় এক দম্পতির পরকীয়া প্রেমের অপ্রত্যাশিত পরিণতিতে হবেন রোমাঞ্চিত; 'প্রতিহিংসা' গল্পে দু'জন মানুষের রোমহর্ষক প্রতিশোদের ধরন আপনাকে করবে চমকিত। এছাড়াও, অন্যান্য গল্পগুলো পড়ার সময় ভয়, উদ্বেগ আর উৎকণ্ঠা আচ্ছন্ন করে রাখবে আপনাকে।
জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে | লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা ।
গুনে গুনে ১৩ টা হরর ছোট গল্পের অনুবাদ এইটা। পটভূমি বিদেশ বেশীর ভাগই। গল্প গুলো ছোট কিন্তু প্রায় প্রতিটির শেষের একটু না একটু একটা টুইস্ট আছেই। এর মাঝে মনে রাখার মতন হল মাকড়শা, দুঃস্বপ্নের রাত, পরকীয়া, আক্সিডেন্ট ইত্যাদি।
পাঠ প্রতিক্রিয়াঃ পড়তে গড়িমসি লাগছিল বিদেশী পটভূমির হরর দেখে। আমার আবার দেশী পটভূমিতে হরর পছন্দ। ডিউটিতে নিয়ে গিয়েছিলাম, দুইটা পড়ার পর রোগী আসায় বই নিচে নামায়ে রাখি। পরে বাসায় এসে দেখি বই নাই। হারায়ে ফেলেছি। ভাগ্য ভাল যে বাসায় এটার আরেকটা ছিল যেটা ভলিউম এডিশন। দুঃখ একটাই সিংগেল এডিশনটাতে অনীশ দাস অপুর অটোগ্রাফ ছিল।
১. আতঙ্কের প্রহর (-Will F. Jenkins) ২. মরণবাজি (The Side Bet - Will F. Jenkins) ৩. মাকড়সা (A Date with a Spider - Vida Derry) ৪. দুঃস্বপ্নের রাত ( Death is a Dream - Robert Arthur) ৫. চোখের বদলে চোখ (The Confident Killer - Talmage Powell) ৬. পরকীয়া (Killed by Kindness - Nedra Tyre) ৭. নিয়তি (Weighty Problem - Duane Decker) ৮. প্রতিহিংসা (The Cask of Amontillado - Edgar Allan Poe) ৯. নেশা (The Man Who Liked Dickens - Evelyn Waugh) ১০. খুনী (The Murderess - Max Van Darver) ১১. হিচ হাইকার (Hitchhiker - Roald Dahl) ১২. প্রতিশোধ (The Revenge - David Farrer) ১৩. অ্যাক্সিডেন্ট ( The Man Whose Nose was Too Big - Alan Hillery)