জাদুকরের ভেল্কি ; প্যালেস থিয়েটারে নামকরা জাদুকরের প্রতিযোগিতা , সেখানে ঘটছে নানান ধরনের অঘটন । কে ঘটাচ্ছে সেসব ? কেন ঘটাচ্ছে ? কীভাবে ঘটাচ্ছে ? প্রতিযোগিতা শেষে কে হবে আমেরিকার সেরা জাদুকর ?... ওদিকে আবার নস্টালজিয়া ল্যান্ড অপেরা হাউসে শুরু হলো জ্বলজ্বলে সবুজ ভূতের বিদ্ঘুটে উপদ্রব । তদন্ত করার এমন সুবর্ণ সুযোগ পেলে কি আর ছাড়ে তিন গোয়েন্দা ?
হিম মৃত্যুর ফাঁদে ; ভারমেন্টে বন্ধু রনির বাসায় বেড়াতে গেছে তিন গোয়েন্দা আর ডন । রাতের বেলা বরফের উপর গরম কাপড় ছাড়া স্কেটিং করে কে ? কারা হাতছানি দিয়ে ডাকে ওদেরকে ? ডনকে কে টেনে নিয়ে যেতে চায় বনভূমির ভিতরে ? রহস্যর পর রহস্য । অনিবার্যভাবেই তাতে জড়িয়ে পড়ল তিন গোয়েন্দা ।
Qazi Anwar Hussain (born 19 July 1936) is a well known and very famous Bangladeshi writer who mainly writes detective and adventure based novels most of which are adaptation translation from or heavily influenced by foreign literature.
যদ্দুর মনে পড়ে 'জাদুঘরের ভেল্কি' গল্পে কাহিনী আমেরিকার প্রেসিডেন্ট অব্দি গড়ায়। নওয়াব আমলের একটা ভাল গল্প এটা। এক বন্ধু বইটা মেরে দেয়ায় অনেক কষ্ট পেয়েছিলাম এখনো মনে আছে।
This entire review has been hidden because of spoilers.