ফুলচোর-১ঃ শামসুদ্দীন নওয়াব সুন্দর কিছু ফুলের চারা রহস্যময়ভাবে চুরি হয়ে গেল কিশোরের বাগান থেকে । চোরের পিছনে লাগল তিন গোয়েন্দা । কেঁচো খুঁড়তে সাপ বেরনোর মত বেরিয়ে এল দশ বছর আগে নিখোঁজ হওয়া এক সুন্দরী নর্তকীর নিরুদ্দেশ-সংবাদ । কিশোরের ধারণা, পুরানো দুর্গের ভাঙা দেয়ালের ওপাশেই রয়েছে সব প্রশ্নের জবাব ।
ফুলচোর-২ঃ শামসুদ্দীন নওয়াব পোড়া দুর্গে ঢুকল তিন গোয়েন্দা । ঢোকার পর থেকেই আসতে শুরু করল বাধা, একের পর এক । কিন্তু দমবার পাত্র নয় কিশোর পাশা । সব বাধা অতিক্রম করে অবশেষে যখন লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছল ও, আটকা পড়ল এমন এক জায়গায়, রহস্যভেদ তো দূরের কথা, প্রাণ বাঁচানোই কঠিন হয়ে উঠল ।
গৃহযুদ্ধ : শামসুদ্দীন নওয়াব ক্রীসদাস প্রথা বিলোপের পক্ষে-বিপক্ষে ভ্রাতৃঘাতী মরণপণ যুদ্ধে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্রের উপর ও দক্ষিণ অংশ । জাদুর ট্রী-হাউসে চেপে ঘটনাচক্রে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে কিশোর আর জিনা । অনিবার্যভাবেই এতে জড়িয়ে পড়ল ওরা ।
Qazi Anwar Hussain (born 19 July 1936) is a well known and very famous Bangladeshi writer who mainly writes detective and adventure based novels most of which are adaptation translation from or heavily influenced by foreign literature.