ভূতুড়ের ট্রেন; জিনা ও রাফিয়ানের সঙ্গে তেপান্তরের মাঠে ক্যাম্পিঙে এসে আজব এক ভূতুড়ে ট্রেইনের গুজব শুনল তিন গোয়েন্দা । মাটির নীচ থেকে শোনা যায় গুমগুম আওয়াজ । কিন্তু কোথা থেকে আসে, কোথায় যায়, কিছুই বোঝা যায় না । ট্রেইনটাকে খুজতে শুরু করল তিন গোয়েন্দা ।
ইয়েতি রহস্য; একদল ইয়েতি ঘুরে বেড়াচ্ছে লন্ডনের কুয়াশাচ্ছন্ন রাস্তা আর পাতাল রেলের সরঙ্গে । মানুষ খুন হতে লাগল একের পর এক । অনির্বাযভাবে রহস্যে জড়িয়ে পড়ল তিন গোয়েন্দা আর হিরু চাচা ।
ক্যাপ্টেন কিডের গুপ্তধন; বনভূমির ভিতরে আজব এক ট্রী হাউস । অতীতে-ভবিষ্যতে নিয়ে যেতে পারে । ওটায় উঠে তিন গোয়েন্দা ঘটনাচক্রে পৌঁছে গেল জলদস্যুদের যুগে । ক্যাপ্টেন কিডের গুপ্তধন খুঁজে বেড়াচ্ছে বোম্বেটেরা । ওদের হাতে বন্দি হলো তিন গোয়েন্দা । নকশার লেখা পড়ে গুপ্তধন উদ্ধার করে দিতে না পারলে মুক্তি নেই । পারবে ওরা ?
Qazi Anwar Hussain (born 19 July 1936) is a well known and very famous Bangladeshi writer who mainly writes detective and adventure based novels most of which are adaptation translation from or heavily influenced by foreign literature.