আমার ছদ্মনাম - পরাশর রায়। লেখক হিসেবে এই ছদ্মনাম নিয়েই উপন্যাসটি ছোটদের প্রিয় "শুকতারা" পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয়েছিল। এখন পুস্তকাকারে প্রকাশিত হল।
তিন কিশোর সত্য-সন্ধানীর দ্বারা রহস্য উদ্ঘাটনের কাহিনী হলেও এই উপন্যাসের মূল সুর কিন্তু -মানবতাবোধ। কিশোর মনে এই স্বীকৃতিটুকুই আমার কাম্য - অনিল ভৌমিক