সময়সুড়ঙ্গে আবার অস্বাভাবিক গরম সইতে না পেরে রোডার সঙ্গে ডেথ সিটির দীঘির পাড়ে হাওয়া খেতে চলল তিন গোয়েন্দা । ভিনগ্রহবাসীদের স্পেস শিপ তুলে নিয়ে গেল মুসা ও রবিনকে । পিছু নিল রোডা ও কিশোর । আবারও ঢুকে পড়ল ‘সময়সুড়ঙ্গে’ । কল্পনাও করতে পারেনি, রহস্যময় সেই মহাক্ষমতাধর বিজ্ঞানী ডক্টর মুনের সঙ্গে দেখা হয়ে যাবে ।
হিমপিশাচের কবলে গ্রীষ্মের মাঝামাঝি সময়ে ভীষণ ঠাণ্ডা । ব্যাপারটাকে স্বাভাবিক বলে মেনে নিতে পারল না তিন গোয়েন্দা ও রোডা । ডেথ সিটির জঙ্গলে অদ্ভুত কিছু বরফের কফিল চোখে পড়ল ওদের । জ্যান্ত হয়ে উওঠল হাজার বছরের পুরানো, ভয়ঙ্কর হিমপিশাচেরা । ওদের চোখের বিধ্বংসী নীল আলোয় এ-কোন সর্বনাশের ছায়া ! আবারও কি সেই ডক্টর মুন ?
ছায়ামানবী ট্যালেন্ট শো-তে অংশ নিয়ে প্রথম হলো তানিয়া । কিন্তু ও কি আসলে মানুষ, না ভূত ? কেননা, সত্তর বছর আগেকার এক অভিনেত্রীর চেহারার সঙ্গে রয়েছে ওর অবিকল মিল । তিন গোয়েন্দার বান্ধবী বেকি বলল, তানিয়া ভূত । ওকে ডিসকোয়ালিফাইড করতে পারলে বেকি আর কিশোর জিতবে প্রথম পুরস্কার । কিন্তু কিশোর বিশ্বাস করে না তানিয়া ভূত । বেকি প্রমাণ চাইল । তানিয়া ভূত নয়, প্রমাণ করতে নামল তিন গোয়েন্দা । ঢুকল গিয়ে ভূতুড়ে বাড়িতে ।
Qazi Anwar Hussain (born 19 July 1936) is a well known and very famous Bangladeshi writer who mainly writes detective and adventure based novels most of which are adaptation translation from or heavily influenced by foreign literature.