রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
মমির পুতুল বলার মতো গল্প, তাছাড়া বাকি দুইটা বিলো এভারেজ। মমির পুতুলটা ভালো লাগার একমাত্র কারণ হলো এটা গ্রিণ হিলসের প্রেক্ষাপটে লেখা। এখানে ফগর্যাম্পারকটকে দেখা যায়, যেটা মূলত এই গল্পটাকে অন্য মাত্রা দিয়েছে। তবে রকিব হাসান তিন গোয়েন্দা ছাড়ার পর যে এর মান কমতির দিকে ছিলো তা পড়েই বোঝা যায়। ওভারওল বাকিগুলোকে ৫ এ ২ দেয়া যেতে পারে।