Amiya Bhushan Majumdar (March 22, 1918 – July 8, 2001) was an acclaimed Indian novelist, short-story writer, essayist and playwright. In a writing career spanning over four decades, Majumdar wrote numerous novels, short stories, plays and essays in Bengali. Known as the ‘Writer’s Writer’, Majumdar is considered one of the most noteworthy authors of modern Bengali prose.[1] His works received significant critical acclaim and recognition – including the Sahitya Academi Award for his novel Rajnagar in 1986.
অমিয়ভূষণের ভাষা,গল্পের বিষয়বস্তু,স্থান,কাল,পাত্র অধিকাংশ ক্ষেত্রে অভিনব।এই অভিনবত্ব বেশিরভাগ ক্ষেত্রে মুগ্ধতা ছড়ায়,কখনো দুরূহ মনে হয়।তার ভাষা গভীর মনোযোগ দাবি করে পাঠকের।গ্রন্থভুক্ত সব গল্প সমানভাবে উপাদেয় নয় কিন্তু ভালো গল্পগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। সাইমিয়া ক্যাসিয়া,তাঁতীবউ,এভলনের সরাই-এর মতো গল্প বাংলা সাহিত্যে বিরল।
সাইমিয়া ক্যাসিয়া গল্পটা ভালো, না হলে এক তারা দিতাম। তারা নিয়ে কেপ্পনগিরি করতে আমার কখনোই ভালো লাগে না, কিন্তু এই বইয়ের প্রতিটা গল্প এত হতাশাজনক, প্রথম গল্প পড়ে ভাবলাম, এই বুঝি সেরে যাবে সামনে, অ্যাভলনের সরাই পড়ে মনে হইলো, বক্তা ব্রজেন কই গেলো, আর গল্প শেষ? এইটা ছিলো সেই সুপারিশ করা গল্প? উরুণ্ডী হয়ে অন্বেষণ বা পুকুরের মুক্তা, একটাও পড়ে ভালো লাগে নাই। না ভালো লাগলো ভাষা, না গল্প, অমিয়ভূষণ মজুমদারের শ্রেষ্ঠতর গল্প যদি এগুলো হয়, তবে ঘাট হয়েছে মা, কৃপা করো। একটা গল্প, মাঝে, এপস এন্ড পীকক নাম, আহ খোদা। সাইমিয়া ক্যাসিয়ারও ভাষা, গঠন, কিছুই ভালো না, এক ব্যক্তিরে দিয়ে গল্প বলানো শুরু করে এখানেও সেই ব্যক্তি উধাও, তবে, এর মাঝ দিয়ে গল্পটা বেশ ভালো। শুধু এই গল্পটাই এই বইয়ে থাকলে আমার বইটা সম্পর্কে মতামত আরো অনেক উঁচায় উঠে যেত, নিঃসন্দেহে।