What do you think?
Rate this book


56 pages, Hardcover
First published September 1, 2015
"যে এখনও ভেবে দেখছ পথে নামবে কি না-
আমি তার মনুষ্যত্ব স্বীকার করি না"
দাঁড়াবার জায়গা নেই। এত বেশি লোক।
অথচ শোবার জায়গা হয়ে যাচ্ছে রোজই
এখনও দাঁড়িয়ে যারা, খাদ্য ও খাদক—
— লড়ে যাওয়া মূর্খ আর নিজমাংসভোজী।
শুয়ে আছে যারা, তারা উঠবে না কখনও।
কেউ ছাই হয়ে গেছে, কেউ ঝুরো মাটি।
ঘুমোনোর আগে যদি কান পেতে শোনো
বালিশের নীচে পাবে চাপা কান্নাকাটি।
তা হলে কি যা ভেবেছি, মিথ্যে ছিল সব?
বাতাস নিষ্ফল আর ব্যর্থ হল জলও?
ধর্ম থেকে বেশি সত্যি ধর্মের গুজব...
লিখতে লিখতে সন্ধে হল। তুমি শুধু বলো
সব মাটি দখল করছে কবর আর চিতা
কোথায় দাঁড়াবে তবে, সামান্য কবিতা?