Purnendu Patri (sometimes Anglicised as Purnendu Pattrea) was an Indian poet, writer, editor, artist, illustrator, and film director. He was best known for his poems and stories, particularly for his poetry collection Kathopokathan in Bengali, and for his experimentation with book cover design. He also was a researcher of the history of Kolkata.
শেঠ, বসাকরাই কলকাতার আদিতম বাসিন্দা। এই শেঠ বংশের আদি পুরুষ মুকুন্দরাম শেঠ। তাঁর সম্পর্কে বিশদ কিছু জানার উপায় নেই। জন্ম সপ্তগ্রামে, বাস করতের হলদিপুরে। শেঠরা হলুদ দিয়ে সুতো মাজতো বলে নাম হয়েছিল হলদিপুর বা হলুদপুর। লোকে বলতো শেঠরা ক্রোড়পতি।
ভারতবর্ষ সোনার দেশ। বারবার বহুবার তাই এদেশে এসেছে বিদেশিরা এই সোনার লোভেই।
সুদূর অতীতে গ্রিকদের মারফতে পৃথিবীর সঙ্গে পরিচয় হয় ভারতবর্ষের। খ্রীস্টের জন্মের ৫৫০ বছর আগে ভারতবর্ষের মাটিতে প্রথম পা রাখেন সিলাকস। তাঁকে ভারতবর্ষে পাঠিয়েছিলেন পারস্যের অধিপতি রাজা দরায়ূস, সিন্দুনদীর তীরের জনপদের খোঁজ খবর জেনে আসার জন্য। সিলাকস- এর ভ্রমণ কাহিনি পড়ে দেশটার সম্বন্ধে কৌতূহল বেড়ে গেল গ্রীকদের, কেননা সেসব কাহিনি ছিলো সত্য আর মিথ্যা, বাস্তব আর কল্পনার মিশেলে রুপকথার মত।
বিদেশিদের ভারতবর্ষে আসার শুরুটা ছিলো এমনই আর এই বইয়ের শুরুটা লেখক পূর্ণেন্দু পত্রী সেখান থেকেই শুরু করেছেন। তার পর ধারাবাহিক ভাবে এদেশে আসা বিদেশিদের কাহিনির সাথে ভারতবর্ষের হালচাল ও ইতিহাস টা বর্ণনা দিয়েছেন। শেষটা করেছেন নবাব সিরাজুদ্দৌলার মৃত্যু এবং ক্লাইভের কলকাতায় এসে।
লেখক পূর্ণেন্দু পত্রীর কলকাতা সিরিজের বই " পুরনো কলকাতার কথাচিত্র "। বইটাতে কি নাই সেই সময়টার এটাই ভাববার বিষয়।
প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংস্করণ এর সুন্দর ঝকঝকে ভূমিকা একই সাথে কলকাতা ও ভারববর্ষের বিভিন্ন ইতিহাসের বইয়ের নাম সহ তথ্য বইটার গুণ বাড়িয়ে দিয়েছে। বইটাতে কোন খাদ নাই, পুরোটাই খাঁটি সোনা। এমন একটা বই আছে এটা ভাবতেও ভাল্লাগবে। চমৎকার, অসাধারণ একটা বই, ভাষায় প্রকাশ করা যাবে না, তবে এতো এতো এতো তথ্য ও সাল তারিখ যা পড়ার পর মনে থাকবে না কিন্তু বহু কাহিনি মনে থাকবে বহুদিন।