দুর্ব্যবহার পেয়ে সেলুনের ভেতর তান্ডব বাধিয়ে দিল ল্যুক। ওর দুর্দান্ত সাহস দেখে একটা কাজ দিল সেলুন মালিক। দশ হাজার ডলারে কাজটা হাতে নিল ও। সফল হলে নিজে একটা র্যাঞ্চ করতে পারবে। তখন কি ও জানত কি ঘটবে? খুনের তদন্ত করতে গিয়ে দুই পরিবারের বিরোধে জড়িয়ে গেল! মাথার ঘায়ে কুত্তাপাগল অবস্থা হলো ওর। রাগে উঠল। তারপর? বেধে গেল সংঘর্ষ।
মাসুদ আনোয়ারের জন্ম ১ জানুয়ারি, ১৯৫৯ সালে (সন্দ্বীপ, চট্টগ্রাম)। বর্তমানে সাংবাদিকতার ও বার্তা বিভাগের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের জন্য লিখে যাচ্ছেন ওয়েস্টার্ন বই। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তার বই এর সংখ্যা ১৫ ছাড়িয়ে গেছে বেশ আগে।