পুনর্বাসিত হওয়ার আশায় অ্যাটর্নি রিচার্ড জনসনের নেতৃত্বে পশ্চিমে যাচ্ছে একদল লোক । গন্তব্য মন্টানার সেজব্রুশ রেঞ্জ । কিন্তু কাউব্যারন মন্ট হ্যামন্ড শপথ করেছে কাউকেই ঢুকতে দেয়া হবে না সেখানে । এক রক্তক্ষয়ী যুদ্ধের সম্ভাবনা সেজব্রুশের মাটিতে । কিন্তু না, মার্থা হ্যামন্ড আর মেনি ফিদার্স নামক দুই তরুনী দাঁড়িয়ে গেল বিবাদমান দুই পক্ষের বিপক্ষে, সেজব্রুশে এক ফোঁটা রক্তও ঝড়তে দেবে না তারা । ডাউনলোড করুন অ্যাকশানে ভরপুর সেবা ওয়েস্টার্ন “বাধা” !!
মাসুদ আনোয়ারের জন্ম ১ জানুয়ারি, ১৯৫৯ সালে (সন্দ্বীপ, চট্টগ্রাম)। বর্তমানে সাংবাদিকতার ও বার্তা বিভাগের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের জন্য লিখে যাচ্ছেন ওয়েস্টার্ন বই। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তার বই এর সংখ্যা ১৫ ছাড়িয়ে গেছে বেশ আগে।