বাংলাভাষায় যাঁরা কল্পবিজ্ঞান রচনা করেছেন, তাঁদের পুরোধা অদ্রীশ বর্ধন। তিনি ১৯৬৩ সালে ভারতের প্রথম কল্পবিজ্ঞান মাসিক পত্রিকা আশ্চর্য! বের করেছিলেন। ‘সায়েন্স-ফিকশন’-এর বাংলা প্রতিশব্দ হিসেবে ‘কল্পবিজ্ঞান’ শব্দটি তাঁরই সৃষ্টি। অদ্রীশ বর্ধনের কল্পবিজ্ঞান-কাহিনির প্রধান চরিত্র খ্যাপাটে বৈজ্ঞানিক প্রফেসর নাটবল্টু চক্র ওরফে প্রনাবচ কিশোরদের কাছে খুবই জনপ্রিয়। প্রফেসরের চ্যালা দীননাথ নাথ (দীনানা) খুদে পাঠকদের সমবয়সি এক দুঃসাহসী চরিত্র। হাসিঠাট্টা, কৌতুক, পরিহাসের মোড়কে পরিবেশিত প্রফেসর আর দীননাথের একের পর এক অ্যাডভেঞ্চারের কাহিনি মন জয় করেছে বড়দেরও। প্রনাবচ আর দীনানা-র সেইসব দুরন্ত অ্যাডভেঞ্চার-কাহিনি নিয়ে প্রকাশিত প্রফেসর নাটবল্টু চক্র সংগ্রহ। সৃষ্টিছাড়া বৈজ্ঞানিকের অগণিত গুণমুগ্ধ পাঠকের কাছে সংকলনটি অবশ্য-সংগ্রহযোগ্য।
জন্ম: ১ ডিসেম্বর, ১৯৩২ | কলকাতায় | একটি শিক্ষক পরিবারে ছোট থেকেই অজানার দিকে দুর্নিবার আকর্ষণ | অ্যাডভেঞ্চারের টান জীবনে, চাকরিতে, ব্যবসায়, সাহিত্যে | চোদ্দবার চাকরি বদল | নামী একটি প্রতিষ্ঠানের পারচেস-ম্যানেজার পদে ইস্তফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে | গোয়েন্দাকাহিনী দিয়ে লেখালেখির শুরু | ' রচনারীতি র দিক থেকে শরদিন্দু বন্দোপাধ্যায় এর উত্তরসুরী ' - অভিনন্দন জানিয়েছে একটি নামী সাপ্তাহিক | সেরা বিদেশী গোয়েন্দাকাহিনীকে পরিবেশন করেন বাংলায় | বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্রিয় জগৎ, অতিপ্রাকৃত, অনুবাদ - প্রায় সব ক্ষেত্রেই পেয়েছেন স্বীকৃতি | ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা 'আশ্চর্য'র ছদ্দনামী সম্পাদক | এবং সম্পাদনা করেন 'ফ্যান্টাস্টিক' | সত্যজিত রায়ের সভাপতিত্বে প্রথম 'সায়ান্স ফিকশন সিনে ক্লাব' এর প্রতিষ্ঠাতা সম্পাদক | পত্রিকা, রেডিও, ফিল্মক্লাবের মাধুঅমে কল্পবিজ্ঞানকে আন্দোলন-আকারে সংগঠিত করেন | একাধিক পুরস্কার | কিশোর জ্ঞানবিজ্ঞান ও পরপর দু-বছর 'দক্ষিণীবার্তা'র শ্রেষ্ঠগল্প পুরস্কার | অনুবাদের ক্ষেত্রে 'সুধীন্দ্রনাথ রাহা'-পুরস্কার | ভালবাসেন: বই | গানবাজনা | দেশভ্রমণ