ব্যারিস্টার আমীর-উল ইসলাম,যিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রশাসনিক কাজের সাথে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত,তার লেখা একটা স্মৃতিচারণ বই "মুক্তিযুদ্ধের স্মৃতি", আরো বিস্তৃত ও রচনাবহুল হওয়া উচিত ছিলো।বইটি পড়ে আমি তুলনামূলক হতাশই বলতে পারি।
তবে শ্রদ্ধা আমির উল ইসলাম,তাজউদ্দীন আহমেদ সহ সকল মুক্তিযোদ্ধাদের।