তরুণ লেখক আফজাল হোসেন 'রহস্যপত্রিকা'য় নিয়মিত লিখছেন।লেখকের বাছাই করা কয়েকটি গল্প নিয়ে প্রকাশিত হলো 'অপার্থিব প্রেয়সী' সঙ্কলনটি। প্রতিটি কাহিনি বেড়ে উঠেছে আমাদের আশেপাশের চেনাজান পরিচিত পরিবেশকে ঘিরে, কিন্তু আসলে গল্পগুলো অন্য ভুবনের। পাঠক, কথা দিচ্ছি, প্রতিটি গল্প আমাকে রোমাঞ্চিত করবে, করবে শিহরিত। পরীক্ষা প্রার্থনীয়।
সূচিপত্র- -আমি ও জনৈক ইমাম -সুবাসওয়ালা -মনসার অভিশাপ -পরী -অদেখা ভুবনে সে -অভিশপ্ত হোটেল -অপার্থিব প্রেয়সী।
হরর গল্প সংকল যেন আমার কাছে ভালবাসার অপর নাম। এতদিন অনীশ দাস অপুর লেখা কিংবা সংকলিত বইই বেশীর ভাগ পড়তাম। এবং মিথ্যা কথা বলব না এই বইও হয়ত কিনতাম না যদি না এটা অনীশ দাস অপুর অশুভ ছায়া বইটির সাথে ট্যাগিং করে ভলিউম আকারে না থাকত। তবে বলতেই হবে বইটা পড়ে আমি অনেকদিন পর সন্তুষ্ট। আমি যে ধরনের হরর পছন্দ করি এই বই যেন ঠিক সেটাই আমাকে দিয়েছে।
বাংলাদেশের গ্রামীন পটভুমিতে লেখা ভূত নিয়ে যেসকল ফ্লকলোর আছে সেগুলোরই লিখিত রূপ যেন এটা। প্রত্যেকটা গল্পই ভাল লেগেছে। তবে বিশেষ ভাবে উল্লেখ করার মতন হল "আমি ও জনৈক ইমাম", "পরী", "অপার্থিব প্রেয়সী"। অপার্থিব প্রেয়সী গল্পটা মন খারাপ করিয়ে দেবার মতন গল্প।