বইটির নাম শুনার পর কোনো ব্যাখ্যা দিয়ে বুঝানোর প্রয়োজন হয় না যে, বইটির পৃষ্ঠায় পৃষ্ঠায় কি কথাগুলো লিখে গেছেন এই বুদ্ধিবৃত্তির পরিচর্যাকারী। মানব-সমাজচিন্তা ও শিক্ষাদর্শন ছাড়া বুঝি তার জীবনে আর কিছুই করার ছিল না এবং নাই-ও। জীবনভর মানুষ ও মানবতার কথাই গেয়ে যাচ্ছেন আপন মনে। এরকম অসংখ্য কথার ফুলঝুরি ছড়িয়ে দিয়েছেন এই বইটিতে।