তিন গোয়েন্দা ভলিউম ৫১ এর মধ্যে রয়েছে তিনটা গল্পঃ পেঁচার ডাক,প্রেতের অভিশাপ ও রক্তমাখা ছোরা।
১.পেঁচার ডাকঃ রবিনের প্রতিবেশী কনি হুবারের বাড়িতে গভীত রাতে চোর এসে তার পুরো ঘরের জিনিস লন্ডভন্ড করে রেখে যায়। কৌতুহলবশত সেই বাড়িতে গিয়ে একটা লাল দস্তানা খু্ঁজে পায় কিশোর। সন্দেহ গাঢ় হয় তার মনে। কে চুরি করতে এসেছিল ঘরে? কি চুরি করতে এসেছিল? বাড়ির মালিক কনি হুবারের সাথেই এর কি সম্পর্ক?
গল্পটা প্রথমে চুরি দিয়ে শুরু হলেও ধীরে ধীরে রহস্য দানা বাধতে শুরু করে। তবে শেষটা আমার ভালো লেগেছে। বেশ ভালো লেগেছে গল্পটা।
★রেটিংঃ ৩.৫/৫
২.প্রেতের অভিশাপঃ প্রেতের অভিশাপ মূলত বেশ কয়েকটা হরর গল্পের সংকলন। কাকতাড়ুয়া ও জাদুর পুতুল গল্প দুইটা ভালো লেগেছে,বাকি দুইটা বিলো এভারেজ।
★রেটিংঃ ২.৫/৫
৩.রক্তমাখা ছোরাঃ প্রায় চারশো বছর আগের একটা অভিশপ্ত ছুরি— যার নাম বোরজিয়া ড্যাগার। কথিত আছে, যে এই ছুরি একবার স্পর্শ করে ফেলে তার মৃত্যু অনিশ্চিত। আসলেই কি তাই? এমনই এক অভিশপ্ত ছুরির কেসের আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে গেল তিন গোয়েন্দা।
গল্পটা এই ভলিউমের দ্বিতীয় সেরা গল্প। যদিও শেষটা প্রেডিক্টেবল ছিল। তবে পড়তে মন্দ লাগেনি। মোটামুটি ভালো বলা যায়।
★রেটিংঃ ৩/৫