গােল্ডেন ডাের সিটি। ভয়ঙ্কর এক মৃত্যুপুরী। রাত দুপুরে শোনা যায় অদ্ভুত চিৎকার। মাথার অনেক উপর থেকে ভেসে আসে বড় বড় ভ্যাম্পায়ার-বাদুড়ের ডানা ঝাপটানাের শব্দ, মাটির নীচ থেকে যেন চুইয়ে উপরে উঠে আসে প্রেতের চাপা গােঙানি। কারিনা ভাবে, সব তার কল্পনা। কিন্তু পরিত্যক্ত জেটির কাছে লাইটহাউসের ভূত যখন তার ছােট ভাইটাকে তুলে নিয়ে গেল, বিশ্বাস করতে বাধ্য হলাে কারিনা। নিকুকে উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দিল তিন গােয়েন্দা ও প্রিন্সেস রােডালিন ওয়ারনার। মুসাকে নিয়ে সাগরে ডুব দিল কিশাের। নড়ে উঠল ক্যাপ্টেনের কঙ্কাল।
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।