রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
গ্রীনহিলস-এর গল্পগুলো সাধারণত আমার কাছে ভালোই লাগে । লধশদের গল্পগুলো পড়লে মনে হয় সব কিছু খুব স্বাভাবিকভাবে এবং আমার চোখের সামনেই যেন ঘটছে! সব যেন দেখতে পাচ্ছি আমি স্বচক্ষে, একদম সহজ ভাষায় মজার এই গল্পগুলো উপস্থাপন করা হয়েছে বলে অন্যরকম এক মজা পাই গ্রীনহিলস-এর গল্পগুলো পড়ে।