বিশ্বের শ্রেষ্ঠ দশ সাহিত্যিক এর কথা বলা হয়েছে এই গ্রন্থে, যাদের ভেতরে এক মহৎ বাংগালী প্রতিভাও রয়েছেন। সাহিত্যের সাধনা দ্বারা যারা শিল্প সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তাঁদের মধ্যে কেবল দশজনকে চিহ্নিত করা কঠিন কাজ। তবুও, গ্রন্থধৃত দশজন সাহিত্যিকের জীবনকথার মাধ্যমে আমরা বুঝতে পারবো আরো অগণন প্রতিভাবানের কাজের মাত্রা। আজকের জীবন ভাবনার পেছনে রয়েছে যে ধারাবাহিকতা তার পরিচয়বাহী এ গ্রন্থ, মানুষের হাজার বছরের সাহিত্য সাধনার গ্রন্থ।
হায়াৎ মামুদ (জন্ম : ৩ জুন ১৯৩৯) বাংলাদেশের একজন খ্যাতিমান লেখক। তিনি একজন আধুনিক কবি, প্রবন্ধকার , অনুবাদক ও অধ্যাপক । মৃত্যুচিন্তা রবীন্দ্রনাথ ও অন্যান্য জটিলতা তার বিখ্যাত গ্রন্থ যা ১৯৬০-এর দশকে প্রকাশিত হয়ে সাড়া জাগিয়েছিল । তিনি শিশুদের জন্য অনেক গ্রন্থ রচনা করেছেন । তার অনূদিত মাক্সিম গোর্কি বিরচিত চড়ুইছানা সকলমহলে উচ্চ প্রশংসা লাভ করেছে ।
ড. হায়াৎ মামুদের জন্ম ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২ জুলাই পশ্চিমবঙ্গের হুগলী জেলায় । তার ছেলেবেলা কেটেছে পশ্চিমবঙ্গে-ই । ১৯৪৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ শাসনের অবসানে ভারত ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর তারা পশ্চিবঙ্গেই থেকে গিয়েছিলেন । কিন্তু ১৯৫০-এর হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে তিনি পিতার সঙ্গে ঢাকায় চলে আসেন । যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন । কর্মজীবনের শুরুতে কিছুদিন চাকুরি করেন বাংলা একাডেমিতে । ১৯৭৮ থেকে ২০০৪ পর্যন্ত দীর্ঘকাল তিনি জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন ।
হাসান আজিজুল হক কে নিয়ে রচিত তার জীবনীগ্রন্থ উন্মোচিত হাসান একটি প্রামাণিক গ্রন্থ । তিনি রুশ ভাষা থেকে বহু গল্প বাংলায় অনুবাদ করেছেন । শিশু-বিশোরদের জন্য জীবনীগ্রন্থ রচনা ছিল তার প্রিয় বিষয় ।
মেইন মিলের আগে স্টার্টার যেমন, পৃথিবী-বিখ্যাত সাহিত্যিকদের জীবনী জানতে এই বইটি তেমন। ক্ষুধাবর্ধক। বিশেষ ক'রে বলবো দান্তে, গেটে, তলস্তয়, পো, শেকসপিয়ার, এবং আমাদের রবীন্দ্রনাথের কথা। বাকিদের নিয়ে লেখা খারাপ হয়েছে, একথা বলবো না। হায়াৎ মামুদের গদ্যশৈলী এবং বর্ণনাভঙ্গি বরাবরই আকর্ষণীয় এবং উপভোগ্য। তবে আমার বেশি ভালো লেগেছে উল্লিখিত ছয় জনের সংক্ষিপ্ত জীবনকথা।