GOENDA KEDAR-BADRI RAHASYASAMAGRA [Part-II]
Collection of detective novels & stories in Bengali
By GHANASHYAM CHOWDHURY
কেদার-বদ্রী গোয়েন্দা জুটি তুলনাহীন। সাঙ্ঘাতিক বিপদের মধ্যেও দুঃসাহস, বুদ্ধিদীপ্তি এবং কৌশলের মেলবন্ধনে ওরা অসাধ্য সাধন করছেন। সুগঠিত, ঋজু শরীরের অধিকারী ব্ল্যাক বেল্ট ক্যারাটে মাস্টার গোয়েন্দা কেদার মজুমদার অসম্ভব মানসিক শক্তির অধিকারী। মননশীলতায় কেদার বাঙালির কাছে আদর্শ চরিত্র। অন্যদিকে অপরাধীদের কাছে তিনি সাক্ষাৎ বিভীষিকা। তার সঙ্গে যুক্ত হয়েছে সহকারী বদ্রীনারায়ণের অবচেতন মনের রহস্যময় দুর্নিবার শক্তি। তার নীল চোখের মণিতে জ্বলে ওঠা ভিন্ন গ্রহের আলো ছুরির ফলার মতো তীক্ষ্ণতম হয়ে ওঠে। সেই নীলাভ আলো রহস্যের অন্ধকার ফালাফালা করে দিয়ে সত্যকে সামনে নিয়ে আসে।
ঘনশ্যাম চৌধুরীর গোয়েন্দা অ্যাডভেঞ্চার সিরিজের প্রধান দুই চরিত্র কেদার মজুমদার এবং বদ্রীনারায়ণ মুখার্জি একের পর এক জনপ্রিয়তার মাইলস্টোন পেরিয়ে যাচ্ছে। আপাদমাথা বাঙালি গোয়েন্দা কেদার একজন আদর্শ পুরুষ শুধু তাই-ই নন, তিনি বাংলার ঘরের মানুষ, একান্ত প্রিয়জন। তিনি ঘরে ঘরে, বাংলার সর্বত্র, গ্রামে-গঞ্জে, বাচ্চা-বুড়ো সবার এত আপন হলেন কী করে? তিনি যতই কঠিন কঠিন রহস্যের সমাধান করুন, এই ব্যাপারে অন্তত কোন রহসাই নেই। কেন না, আরো দশটা বাঙালির মতোই জীবন যাপন করেন তিনি। বেশ ভোজনরসিক, যাকে বলে পেটুক, কেদার হচ্ছেন তাই। উচ্চশিক্ষিত কেদারের শিল্প-সাহিত্যবোধ, কবিতার প্রতি আসক্তি বাঙালি পছন্দ করবেই। কার্যত তাই হয়েছে। অন্যদিকে কেদার এখানে সেখানে যতই ইংরিজি থানা খান না কেন, আসলে তার প্রিয় খাবার হলো লাউ চিংড়ি, শুক্তো, কলমি শাক, কচু, পালং, উচ্ছে ভাজা, মুগের ডাল কিংবা পোস্ত ইলিশ ভাপা। মোচার ঘন্ট, সজনে ডাটার চচ্চড়ি, পেয়াজ কলি ভাজা, এমনকি সাদামাটা আলু পটলের ঝোল কেদারের পছন্দের মধ্যেই পড়ে। পাড়ার গলির গোপালদার দোকানের লিকার চা, খাস্তা লোকাল বিস্কুট, পাঁউরুটিটোস্ট না হলে কেদার-বদ্রীর মেজাজই আসেনা। এমন খাটি বাঙালিকে আপামর বাঙালি কাছে টেনে নেবেনই। তবে এও মনে রাখতে হবে, ব্ল্যাক বেল্ট ক্যারাটে মাস্টার, দুঃসাহসী কেদার বিপজ্জনক কাজে, সহস্য সমাধানে সিদ্ধহস্ত। যেমন সুগঠিত তাঁর স্বাস্থ্য, তেমনই তিনি মানসিক শক্তির অধিকারী। বাংলা গোয়েন্দা সাহিত্যে অন্য মাত্রা এনেছে কেদারের সহকারী বদ্রীনারায়ণও। নতুন প্রজন্মের পাঠকের কাছে সুপার পাওয়ার হিসাবে উঠে আসছে বদ্রী। বিপদের মুখে, কঠিন রহস্যময় ঘটনার সামনে দাঁড়ালেই তাঁর অবচেতন সত্তা জেগে ওঠে। তার নীল চোখের মণিতে অদ্ভুত আলোর রোশনাই দেখা যায়। তার অবচেতন মনে অপরাধের সূত্র ধরা পড়ে। পরবর্তীতে সুদূর নক্ষত্রলোকের সঙ্গে তার অলৌকিক যোগাযোগের কথা আমরা জানতে পারবো।
সূচি-
ভূমিকা
অপারেশন ক্যানভাস
অপারেশন এক্স ওয়াই জেড
পথে বিপদ
অস্পষ্ট কুয়াশা
পাতাল গহ্বরে আতঙ্ক
ললিত সোরেনের পুনর্জন্ম
পুকুরে অজানা রহস্য
অন্ধকারের হাত
সোনায় মোড়া রুপোর ফুলদানি
সাইকেলের ঘণ্টি
বন্ধ কারখানার অন্ধকারে
সীমান্তের কাছেই অপরাধী
চুপ!টপ সিক্রেট
সাইক্লোট্রাইমেথিলিন ট্রাইনাট্র্যামিন