নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমার বড়ো প্রিয় কবি। শব্দের ব্যবহারে চূড়ান্ত মিতব্যয়ী, অথচ সংযত ভাষায় প্রমিত কথনেও রক্তক্ষরণ ঘটাতে সক্ষম এই মানুষটি রহস্যকাহিনি রচনা করেছেন জেনে যারপরনাই উৎসাহিত হয়েছিলাম। ভেবেছিলাম, জীবন রহস্যকে ফুটিয়ে তোলায় ও তার বিশ্লেষণে এমন এক সার্থক কবির চেয়ে দক্ষ আর কে-ই বা হবেন?
তারপর এই বইটা হাতে এল। পড়লাম।
মা কসম!
এই রাবিশ আজকের নব্য লেখকেরা ফেসবুকে লিখলেও গালির তোড়ে ভেসে যেতেন। আর নামের কী মহিমা! সেই বস্তুই 'ক্লাসিক' বলে পূজিত হচ্ছে চাটুকার-অধ্যুষিত নামজাদা বইয়ের গ্রুপে।
এর চেয়ে ঢের-ঢের ভালো লেখা এখনকার অনেকে লেখেন। নামমাহাত্ম্যে ভেসে না গিয়ে বরং তাঁদের উৎসাহ দিন। বাংলা সাহিত্যের উপকার হবে।