গন্ধবামুন, পিলে এবং নতুনদিদিমা --এই তিন চরিত্রের মেলবন্ধনে গড়ে ওঠা এক নিখাদ কাহিনী।যার মধ্যে বেড়ে উঠেছে শৈশবে মাতৃহারা দুই শিশুর সরলতা এবং শিশুসুলভ আচরণের অভিযোজন ঘটেছে পদে পদে। নতুনদিদিমার খড়কুটো আঁকড়ে বেঁচে থাকার যে আকুতি তা যেন স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছে।
একটি পরিবারে থেকে তার বাইরের শিশুদের নিয়ে তাদের সঙ্গে বেড়ে উঠতে পারার মধ্যেই সে নারী শিশুদের মনে চিরকালীন দাগ রেখে গেছে।
যেখানে কোনো নাড়ির টান নেই কিন্তু আছে 'টান-ভালোবাসা', একে ছাপিয়ে যাওয়া কি সম্ভব!
অনেক কিছু বলতে বা লিখতে ইচ্ছা করছে।আবার এই অনুভূতিও হচ্ছে যেন সেগুলো নিজের সঙ্গে জুড়ে থাকে!
সর্বোপরি আত্মোপলব্ধির এক বিস্তার সমগ্র লেখনীতে ছড়িয়ে আছে যা ভীষণ মনোগ্রাহী।এক অনন্য জগতে নিয়ে যায় যা খুব চেনা অথচ অমূল্য।
বেঁচে থাক তুলসী-পিলের এমন বন্ধুত্বের রচনা, যাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন নতুন দিদিমা। পিলে ভাবছে, সে তো 'সেকেন' আর তুলসী 'ফাস্ট'...