What do you think?
Rate this book


166 pages, Hardcover
First published April 1, 1950
"কেননা পৃথিবী তো একটা না, যত মানুষ ততটাই পৃথিবী, প্রত্যেকের একটা করে। প্রত্যেকের একটা করে দিন, তাই একদিন মানে একটা দিন না, যত মানুষ ততটাই দিন।"
'লিখে লিখে এইসব; আর যদি নাই লিখি---
নিত্যদিনের অর্থহীন এই প্রাত্যহিকী?
না-ই বা যদি লিখি আর যা কিছু বেদনার ও বিষাদের,
বিজন ব্যথা তোমার-আমার, আমাদের..'
'হাওয়ায় কী মনে পড়ে, বিকেলে মেঘ দেখলে কাঁপে, ডোবায় তাকে আশ্চর্য দুঃখে একলা ছাদে আকাশভরা সন্ধ্যাচোখ।
‘আজকে ছুটি- আজকে ছুটির দিনসত্যিই কি তাই? মনে তো হয় না। গত আড়াই মাস অদ্ভুত বেকারত্বে ভুগছি। কোনো কাজ নেই সারাদিন। পড়াশুনা নেই, ক্লাস শুরু হতে আরো কম করে মাসখানেক। ভেবেছিলাম, এতো বড় ছুটি! কী মজা! আগে যা লুকিয়ে লুকিয়ে করতে হতো, এখন আরামে বসে করব সব। কিন্তু এখন দেখছি কোনো মজাই নেই, বরং সাজা এতে, হয়তো আমি বুড়িয়ে গেছি বলেই। এই যেমন আগে ক্লাসের পড়া জমিয়ে ‘আউট বই’ পড়তে ভালো লাগতো। কিন্তু এখন সেই চাপ নেই বলে চাপ অগ্রাহ্য করে জীবনবাবু কিংবা জাফর ইকবাল স্যারের বই শুরু করার আনন্দটা নেই। বই শুরুও করা হয় না তাই।
সারাটি দিন আজ আমি স্বাধীন।
ভাবনা তো নেই, নেইকো কোনো ভয়,
সকল দুঃখে করতে পারি জয়।’
“সত্যি আমি বনের ছেলে, জেনো,
সত্যি আমি ঐ আকাশের যেন!”
“সকালবেলা ঘুম ভেঙে যেই জাগা
কী যে ভালো- কী যে ভালো লাগা।
কী যে ভালো বৃষ্টি ঝমঝম,
কী যে ভালো মেঘের কালো রঙ!
কী যে ভালো ঠাণ্ডা ভিজে হাওয়া
কী যে ভালো ঘরের মধ্যে ছায়া।
কী যে ভালো একলা ঘরের কোণে
ইচ্ছেমত লিখছি আপন মনে!”
কিন্তু এই ভালো লাগা কী টিকে থাকে বেশিক্ষণ? একবার লিখতে শুরু করে যা মনে এসেও আসছে না, কলমে এসেও আসছে না, সেই জিনিসের খোঁজে এই আনন্দ চলে যায়। সৃষ্টির আনন্দকে গ্রাস করে নেয় সৃষ্টি করতে না পারার দুঃখ!
এভাবে তন্ময়ের দিন কেটে যায়। তন্ময়ের দিনে থাকা বাকিদেরও দিন কাটে, বাবার, মায়ের, দিদিমার। তাদের জীবনে নানা পালাবদল ঘটে, কেউ হারিয়ে যায়, কেউ আসে, আবার তারাও হারিয়ে যায়। একটা একটা করে দিন হারিয়ে যায় তন্ময়ের জীবন থেকে। তন্ময় বড় হওয়ার দিকে এগিয়ে চলে।
একটা একটা করে দিন চলে যায় আমার জীবন থেকেও, আমিও এগিয়ে যেতে থাকি বড় (?!) হওয়ার দিকে। ভালোই থাকি, কেবল মাঝে মাঝে অন্য কোনখানের মত বই পড়���ে আমার আগের দিনগুলোর কথা মনে পড়ে। তন্ময়ের লেখা তখন আমার কথা হয়ে যায়,‘এমন যদি প্রতিটি দিন হতো,
ভুবন ভরে দুঃখ আছে যত
একসঙ্গে আসতো যদি সব,
করতো যদি ভীষণ কলরব,
তবু আমি করতাম না ভয়,
কোনো দুঃখ, দুঃখ তো আর নয়।’
এমন যদি আর একটা দিনও হতো...