What do you think?
Rate this book


112 pages, Hardcover
First published October 1, 1993
আচ্ছা, একটা প্রশ্ন ! ভালোবাসা কি সত্যিই কয়েকটা ভালো ভালো বিশেষণের, মানে বিশেষণ ধারী পুরুষদের একচেটিয়া সম্পত্তি?সে যাইহোক, বইটি পছন্দের তালিকায় অনেক আগে ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর থাকবে, তিথির প্রতি একরাশ ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা । আমি মনে করি ; আমার আশেপাশের মানুষ আমার ভালোবাসার মানুষটিকে যেভাবে বিচার-বিশ্লেষণ করবে, আমি নিশ্চয়ই সে ভাবে করবো না। কেননা আমি যে তাকে ভালোবাসি। যেমনি তার ভালো গুলোকে তেমনি তার খারাপগুলোকেও। তিথিকে বলা নুরুজ্জামানের শেষ কথাগুলো অসাধারণ লেগেছে, যেমন:
"মারুফ সাহেব যে কাজগুলি করেছেন, আপনাকে ভালবাসেন বলেই করেছেন। আজ যদি তাকে আপনি দূরে সরিয়ে দেন তাহলে সবচে বড় কষ্টটা হবে আপনার। আপনি কোনদিনই মানুষটাকে ভুলতে পারবেন না। বনের পাখি উড়ে যায় কিন্তু মায়া পড়ে থাকে। মায়ার কষ্ট ভয়ংকর কষ্ট। মারুফ সাহেবের চরিত্রে অনেক ভুল-ত্রুটি আছে। সেই সব ভুল-ত্রুটি আপনি যদি ভালবাসা দিয়ে ঠিক না করতে পারেন তাহলে কিসের আপনার ভালবাসা?"শুধু শেষ কথা গুলোই না , নুরুজ্জামানকে ভালো লেগেছে পুরো বই জুড়েই।