লেখক ও কবি বুলবুল সরওয়ার পেশাগত জীবনে একজন চিকিৎসক ও শিক্ষক। অসাধারণ কিছু ভ্রমণকাহিনী রচনার জন্য অধিক খ্যাত হলেও গল্প, কবিতা, উপন্যাসেও তাঁর অবাধ বিচরণ। এছাড়া অনুবাদ সাহিত্যে তাঁর শক্তিশালী অবদান রয়েছে।
মিশর নিয়ে ছোটবড় সবার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। লেখকের এই বইটি কিশোর ভ্রমণকাহিনী, ছোটদের উদ্দেশ্যে লেখা। তবে ছোট বড় সবার জন্যেই বইটা আরেকটু গোছানো আর ডিটেইলড হলে ভালো হতো।
লেখক বুলবুল সরওয়ার ভ্রমণকাহিন রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন।এর ই প্রেক্ষিতে তিনি কিশোরদের জন্য লিখেছেন মমির দেশ মিশর। এই বইটি পাঠক কে ভ্রমণকাহিনী পড়তে উৎসাহিত করবে সেই সাথে পাঠককে নিয়ে যাবে রহস্যে ঘেরা মিশর এ।
এই বই এর মাধ্যমে পাঠক মিশরের সকল বিখ্যাত স্থান সম্পর্কে পাঠক ধারণা পাবে যেমনঃ পিরামিড, সুয়েজ ক্যানেল,মমি, জাদুঘর, মিশরীয় খাবার,স্টেডিয়াম, বন্দর,বাজার,কেনাকাটার স্থান ইত্যাদি লেখক তুলে এনেছেন তার বর্ণনার মাধ্যমে এছাড়া উঠে এসেছে রানী ক্লিওপেট্রা সম্রাট আলেক্সন্ডার এর কথা।
বইটি কিশোরদের পাশাপাশি বড়দের জন্যও দারুণ পাঠ্য হবে কারণ এর মাধ্যমে মিশর সম্পর্কে তাদের আগ্রহ জাগ্রত হবে এবং যারা ভ্রমণকাহিনি পড়ে অভ্যস্ত নন তাদের কে ভ্রমণ কাহিনির প্রতি আকৃষ্ট করবে।