মাহবুব-উল-আলমের সহজাত গদ্যে লেখা আত্মজৈবনিক গ্রন্থ 'মো'মেনের জবানবন্দী'। বাঙালি মুসলমান সমাজে বেড়ে ওঠা এক যুবকের কাহিনি এই বই। তখনকার মুসলমান সমাজের আদবলেহাজসহ সংস্কৃতির অনেককিছুই জানা যায় মাহবুব-উল-আলমের জবানির মাধ্যমে। বিশেষত, ধর্ম ও নিজের আত্মোপলব্ধি নিয়ে এত খোলাখুলি লিখতে পারা বিরাট সাহসের কারবার। এখন তা অকল্পনীয়। মাত্র আশি পৃষ্ঠার বইটির প্রকাশক মাওলা ব্রাদার্স।