আসাদ চৌধুরী কি হত্যাকারী? সে বিচার কি করবে? সে পালিয়ে বেড়াচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
অনেকগুলো মানুষ; তাদের স্বার্থ আছে, কারো আছে বিকৃত বাসনা। তাদের মাঝে একটি মেয়ে যার নাম পুতুল। শিল্পী সোহেল ছবি এঁকেছিল : 'পুতুলের মৃত্যু।' হাসান শেখের কাছে চিঠি এসেছিল তার কন্যাকে হত্যা করা হবে। এদিকে আসাদ স্বপ্নে হত্যা করেছিল পুতুলকে। বন্ধু মাসুদ রানা হেসেছিল। সবার অভিযোগ ছিল পুতুলের বিরুদ্ধে, আর পুতুলের বিদ্রোহ ছিল সবার বিরুদ্ধে। অথচ সবাই পুতুলকে বাঁচাতে চেয়েছিল। অবশেষে ৭ই ফেব্রুয়ারি কে হত্যা করল পুতুলকে? আসাদ চৌধুরী?