ইংরেজি চার শব্দে পুরো গল্পের সারসংক্ষেপ বলে দেওয়া যায় (love, loss, grieve, redemption)। পুরনো ছক।কিন্তু লেখাটা যেহেতু বুদ্ধদেব বসু'র, তাই পুরনোকেও নতুন লাগে। লেখক যা বোঝাতে চান উপযুক্ত শব্দ ও বর্ণনা দিয়ে ঠিক তা-ই পাঠকদের বোঝাতে পারেন। এজন্য নায়কের সাথে সাথে আমরাও উদ্বেলিত হয়ে উঠতে পারি, নতুনভাবে জীবনকে ভালোবাসার ইচ্ছা জাগাতে পারি।প্রাপ্তি এটুকুই।