BEGUM SAMAGRA (Vol - III) The Biographies of the historical begums of India By Prithvi Raj Sen
ভারত ইতিহাসের সোনার খাঁচায় বন্দিনী বিহঙ্গিনীদের মতো সালঙ্কারা ঐশ্বর্যবতী বেগমদের অবস্থান। জন্মসূত্রে কিংবা বিবাহসূত্রে অপরিমাপ্য বৈভব এবং নীলরক্তের অনন্য বৈভবকে মুঠোবন্দি করা সত্ত্বেও তাঁদের দিন কাটে পরাধীনতার অন্ধকারে। কেউ বা হন স্বামীসুখে বঞ্চিতা, অতন্দ্র নৈশপ্রহর কাটে দগ্ধ অনুভবে। মধ্যরাতের বাতাস বয়ে আনে কোনো এক পিয়ারী বাঈ-এর নুপূর নিক্কণ, নিশান্তিকার আলোয় ঘরে ফেরা নেশাতুর স্বামীকে দেখে মন-আকাশে ঘৃণার মেঘের ওড়াওড়ি। তবুও সোহাগের ওড়না টেনে করতে হয় ভালোবাসার অবুঝ অভিনয়।
কেউ আবার স্বামী শোকে উন্মাদিনী। দিন কাটে রুদ্ধ ক্ষোভ স্মৃতির দংশনে। কোন কোন বেগম আবার নিপুণ হাতে বোনেন ষড়যন্ত্রের জাল ও ছিন্ন বিছিন্ন করেন দুর্ভাগ্যের প্রহেলিকা। গ্রহণমুক্ত সূর্যের দিকে তাকিয়ে অট্টহাসিতে মগ্ন থেকে কখন যে তাঁর চোখের কোণে মুক্তসম অশ্রুকণার জন্ম হয় তিনি কি তার খবর রাখেন?
ভারত-ইতিহাসের পাতা থেকে সযত্নে চয়ন করা তিন বেগমে রকাহিনি নিয়ে আমার বিনম্র উপহার বেগম সমগ্র (তৃতীয় খণ্ড)।
প্রথমে আত্মগত সম্ভাষণে মগ্ন। যেন বাংলার ইতিহাসের ট্রাজিক নায়ক সিরাজের প্রিয় বেগম লুৎফা। সাধারণ বাঁদী থেকে বেগম হবার সৌভাগ্য তিনি ধরে রেখেছিলেন অল্পদিন। তাঁর কাছে যুগলবন্দি দিনযাপন বুঝি শরৎকালের অভিমানী শিশিরকণা।
এবার আসবেন হুসেন সাহের বেগম নাজমা – জন্মসূত্রে মুসল্মানি হওয়াতে যাঁর প্রেম এবং শরীর যাচ্ঞা বার বার প্রত্যাখ্যাত হয়েছে হিন্দু পুরুষ প্রেমিকদের দ্বারা। অবশেষে তিনি মেতে উঠেছিলেন এক সর্বনাশা বাঘবন্দি খেলায়।
সবশেষে আসবেন জাহাঙ্গীরের বেগম নূরজাহান – অনুপম লাবণ্যের অধিকারিনী হওয়াতে যাকে ‘ভোরের আলো’ নামে ডাকা হয়। শের আফগানের প্রাসাদ থেকে ছিনিয়ে আনা এই বেগম কি হয়েছিলেন এক রক্তলোলুপ বাঘিনী? ... লেখক