Emajuddin Ahamed (Bengali: এমাজউদ্দিন আহমেদ) is a political scientist, author, and educationist of Bangladesh. He served as the vice-chancellor of the University of Dhaka from 1992 to 1996. Ahamed was awarded the Ekushey Padak in 1992 for his contribution to education.
উপমহাদেশের জনগণের মনে "সিভিল সার্ভিস" শব্দটিসর্বদাই এক প্রকার আলোড়ন সৃষ্টি করে। সেই আলোড়ন পজেটিভ বা নেগেটিভ উভয়ই হতে পারে। এবইয়ের মূল আলোচ্য বিষয় বাংলাদেশের লোকপ্রশাসন তথা পাবলিক এডমিনিস্ট্রেশন হলেও এর শেকড় প্রোথিত রয়েছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আর পাকিস্তান সিভিল সার্ভিসে।তাই লেখক বাংলাদেশের লোকপ্রশাসন তথা প্রশাসনের এলিটশ্রেণি (আমলা বলতে লেখক নারাজ) নিয়ে আলোকপাত করতে স্বভাবতই উপমহাদেশের প্রশাসনতন্ত্র নিয়ে বিশদ লিখেছেন। বাংলাদেশের লোকপ্রশাসনের বিভিন্ন ধাপ (বিভিন্ন সরকারের সময় কেমন ছিল) নিয়ে প্রামাণ্য লেখা লিখেছেন অধ্যাপক এমাজউদ্দিন। লোকপ্রশাসন নিয়ে সাধারণ জ্ঞান রাখতে এ বই বেশ সহায়ক ভূমিকা রাখবে বলেই মনে হয়েছে। প্রশাসনিক খুঁটিনাটির আদ্যোপান্ত জানতে এ বই মাইলস্টোন বিশেষ।
৪ তারকা দিচ্ছি কারণ-
অধ্যাপক সাহেব ব্যাপক পড়াশোনা করে এ বই লিখেছেন সন্দেহ নেই। কিন্তু লোকপ্রশাসন নিয়ে লিখতে লিখতে একসময় তিনি তার ব্যক্তিগত রাজনৈতিক মতবাদ কপচাতে শুরু করেছেন যা ছিল বেশ অপ্রাসঙ্গিক। তিনি যদি শুধু বিষয়বস্তু কে ফোকাস করতেন তবে বইটি আরো সুখপাঠ্য হতো -সন্দেহ নেই।