বেদেরা হারিয়ে যাচ্ছে দেশ থেকে। নদী নেই, পানি নেই। বেদেরা থাকবে কই? একটা সময় অবশ্য দেশে প্রচুর নদী ছিলো। সেই সময় ঢাকা জেলার একটা ছেলের শখ জেগেছিলো বেদেনৌকায় ঘুরে যাযাবর জীবন যাপন করার। সরলরৈখিক ও (খুব সম্ভবত) আত্মজৈবনিক এ লেখায় বেদে জীবনের একটা বিশ্বস্ত চিত্র পাওয়া যায়। রাতে মা মনসার পূজা কোরে ভোরবেলায় এরাই নামাজ পড়ে। এদের ভাসমান জীবন, বিষাক্ত সাপ ধরা, খেলা দেখানো আবার সুযোগ পেলে চুরি করাসহ অনেক ঘটনার উল্লেখ করেছেন লেখক।মনোজ্ঞ বই কিন্তু প্রতিবার ঢাকাইয়া ভাষা লিখে তার পাশে ব্র্যাকেটে "শব্দার্থ" দেওয়ার মাজেজা ধরতে পারলাম না। অত্যন্ত বিরক্তিকর।