ফেলুদার বইতে ভালো ভালো জায়গার সাথে এত সুন্দর করে বর্ণনা থাকে যেন জায়গা গুলো চোখের সামনে ফুটে ওঠে। কিন্তু এই বইতে বোম্বাইয়ের মতো এরকম ঝাঁ চকচকে শহরটাকে ম্লান ভাবে দেখানো হয়েছে,শুধু বিশেষ কতা জায়গার নাম উল্লেখ করে ছেড়ে দিয়েছেন, কেন? Why ??
যাই হোক, গল্পের শুরু তেই গণ্ডগোল কোথায় ধরে ফেলেছিলাম, নতুনত্ব লাগেনি তাই। 3 star দিলাম।
✍🏻 স্মাগলিং - খুনের গল্প।হিন্দি সিনেমার জন্য জটায়ুর গল্প লেখা, তারপর তিন মূর্তির বোম্বাই যাওয়া, আর সেখানে বেড়ানো,শুটিং আর ঘটনাচক্রে খুনের কেসে জটায়ুর জড়িয়ে পড়া।
এখানে ছবির প্রডিউসার মিঃ গোরে, ডিরেক্টর পুলক ঘোষাল, কিং ফু মাষ্টার মিঃ পেরুমল, ছদ্মবেশী মিঃ সান্যাল উল্লেখ্য।
মালাবার হিলস - হ্যাঙ্গিং গার্ডেনস্, ম্যারিন ড্রাইভ, Copper Chimney restaurant, ভিক্টোরিয়া টার্মিনাস,ফ্লোরা ফাউন্টেন, Prince of Wales মিউজিয়াম, Gateway of India - বোম্বের এই জায়গা গুলো মনে রাখার স্বার্থে নোট করে রাখলাম।