অসাধারণ একটি বই! একবার শুরু করলে শেষ না করে উঠতে মন চায় না। বাংলা ভূখণ্ডে ইসলামের বার্তাবাহক ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খিলজির জীবন সম্পর্কে জানার জন্য অসামান্য এক গ্রন্থ! নিঃসন্দেহে কালজয়ী এক উপন্যাস। ট্র্যাজেডি প্রেমী উপন্যাস পাঠকদের জন্য অবশ্য পাঠ্য। পাঁচ কেন, পারলে ছয় তারকা দিতাম। সবথেকে দারুন বিষয়, আপনি আগে থেকে আঁচ করতে পারবেন না পরবর্তী ঘটনাপ্রবাহ কি হবে। আমি যেমন একদম কাহিনীর শেষটা ভাবতেই পারি নি এমন হতে পারে। আর বলব না, বাকিটা পাঠক পড়লেই বুঝতে পারবেন।
যদিও এটা উপন্যাস, কোনো নন-ফিকশন ইতিহাসের বই না। তবুও কিছুটা অতিরঞ্জিত মনে হয়েছে। নাম দেখে ভেবেছিলাম বখতিয়ারের জীবনি এবং অভিযান সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, কিন্তু অর্ধেকের বেশী জুড়ে বখতিয়ার এবং দিলাড়া'র প্রেমের ট্রাজেডি পড়া লাগলো।