‘প্রিয় প্রেম অপ্রিয় বিচ্ছেদ’ কবি শামীম আহমেদের ৪র্থ কাব্যগ্রন্থ। আনুষ্ঠানিকভাবে পাওয়া যাবে একুশে বইমেলায়। কিন্তু রকমারিতে প্রি-অর্ডার দিয়ে রাখায় পেয়ে গেছি আগেই।মোট কবিতা রয়েছে ৩৩ টি, বইয়ের নাম দেখে শুধু রোমান্টিক মনে হলেও আমার কাছে মনে হয়েছে এই বইয়ে মোট চার রকমের কবিতা রয়েছে। কিছু কবিতায় কবির অতীতের প্রতি স্মৃতকাতরতা লক্ষ্য করা গেছে, কিছু কবিতায় ভবিষ্যতের প্রতি আশা ও একই সাথে হতাশার যুগলবন্দী, আরো রয়েছে অসাধারন কিছু রোমান্টিক কবিতা। কিছু কিছু কবিতার গূঢ় অর্থ কিছুক্ষনের জন্য হলেও আপনাকে ভাবাবে নিশ্চিত। কবি কে রায়ান বলেছিলেন, কিছু কবিতা আছে বাতাসে অক্সিজেন ছড়ায়, শ্বাস প্রশ্বাসকে সহজ করে দেয়। এই বইয়ের কবিতাগুলো কিছুটা এমনই। :)