'এই মালাটা আসলে ফাতমার, ওকে আমি এটা দিয়েছিলাম আমাদের বিয়ের দিনে। ঠিক হয় যে একশটা পুঁতি - আমাদের সম্মিলিত জীবনের একশ বছর। প্রতিবছর ফাতমা একটা করে পুঁতি খুলে নিত। যখন আমরা স্কাউটদের পথ দেখিয়ে ফিরে আসছিলাম শিস দিয়ে উড়ে এলো একটা গুলি....ফাতমা পড়ে গেল, তখন সে আমার দিকে এটা বাড়িয়ে দিল....আরো আটত্রিশটা পুঁতি বাকি আছে। 'শর্ত ভুলো না, ফারামাজ,' বলল ফাতমা.....তাই আমিও শর্ত পালন করে যাই....আজ আর এক বছর পার হল.....' . . কিছু কিছু গল্প কোনও দেশ - কাল - পাত্রের বন্ধন মানে না। সেরকমই কিছু গল্পের সংকলন।