প্রিয় পাঠক, বুনো পশ্চিমের আরও কিছু খণ্ডচিত্র এবার তুলে ধরা হবে আপনাদের সামনে। আর সেজন্যে এ-বইয়ে একত্র হয়েছেন সেবার নামি-দামি সব লেখকেরা। সেবা ওয়েস্টার্নের তিন দিকপাল - প্রয়াত কাজি মাহবুব হোসেন, রওশন জামিল ও শওকত হোসেনের লেখা তো পাচ্ছেনই, এ-বইয়ে আরও আছে সাম্প্রতিক সময়ের আলোচিত দুই ওয়েস্টার্ন লেখক গোলাম মাওলা নঈম ও মাসুদ আনোয়ারের লেখা। এঁদের সঙ্গে যোগ দিয়েছেন রকিব হাসান ও ইসমাইল আরমান-সহ আরও ক’জন। দুর্জয় প্রেম, নিঃস্বার্থ ত্যাগ আর অসমসাহসের দৃষ্টান্ত পাবেন আপনি প্রতিটি কাহিনিতে। কখনও হাসবেন, কখনও কাঁদবেন, আবার কখনও বা লাফিয়ে উঠবেন উত্তেজনায়। তা হলে আর দেরি কেন, চলুন... ঘড়ির কাঁটা ঘুরিয়ে চলে যাই সোয়াশ’ বছর অতীতে!
অনেকগুলো চমৎকার ওয়েস্টার্ন গল্পের সঙ্কলন,সেবার ওয়েস্টার্ন উপন্যাসগুলো যখন দিনের পর দিন শুধু বোরিং হচ্ছে,সেখানে এই গল্প সঙ্কলনগুলো যেন আবার পুরনো সেবাকে মনে করিয়ে দিচ্ছে।
ওয়েস্টার্ন পড়া শুরু করেছি কিছুদিন যাবত। পুরোনো দোকান থেকে কয়েকটি ওয়েস্টার্ন বই সংগ্রহ করেছিলাম একে একে সবগুলো পড়ে শেষ করেছি বাকি ছিল দেশান্তর আর আজকে সেটাও শেষ করলাম। বইটি একটি ওয়েস্টার্ন গল্পসংকলন যা সম্পদনা করেছে ইসমাইল আরমান। এই বইটিতে ৯জন লেখকের ১৩টি ওয়েস্টার্ন গল্প আছে। সবগুলোই বেশ ভালো লেগেছে। গল্পগুলো বেশি দীর্ঘ নয় তাই অনায়াসেই শেষ করতে পেরেছি। এই মাসে ব্যাস্ততা থাকায় এই একটি বই'ই পড়া হয়েছে আপাতত। ১৩টি গল্পের মধ্যে আমার পছন্দের গল্প বিচার, লড়াকু,ভুল মানুষ,সিংহপুরুষ। আরও ওয়েস্টার্ন পড়ার ইচ্ছে আছে তাই ভালো কিছু ওয়েস্টার্ন বই সাজেস্ট করবেন আশা করি।