মামা-ভাগ্নে এবং অনন্ত সরখেলের সঙ্গতে রুদ্ধশ্বাস অভিযান যথারীতি ছড়িয়ে আছে সুন্দরবন, সান্দাকফু থেকে অরুণাচল প্রদেশের তাওয়াং, কখনও বা আমেরিকার উরস্টার, কানাডার টরেন্টো থীক সাগরদ্বীপ, কিংবা ত্রিপুরার সিপাহীজলা! জগুমামা-টুকলুর আত্মপ্রকাশের ৩০ বছর উপলক্ষে এই তৃতীয় খণ্ড।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এসসি। শিশু কিশোর ও প্রাপ্তমনস্ক সাহিত্যের ইতিহাস, বিজ্ঞান, রহস্য, হাসিমজা...নানা শাখায় বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর লেখালিখি। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। জনপ্রিয় চরিত্র বিজ্ঞানী জগুমামা ও টুকলু। ১৯৯৫ থেকে কিশোর ভারতী পত্রিকার সম্পাদক। ২০০৭ সালে পেয়েছেন শিশু সাহিত্যে রাষ্ট্রপতি সম্মান। শিশু-কিশোর সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত। মধ্যবর্তী সময়ে পেয়েছেন রোটারি বঙ্গরত্ন, অতুল্য ঘোষ স্মৃতি সম্মান, প্রথম আলো সম্মান ও নানা পুরস্কার