দ্বীপের নাম কালাডেরা। নামের মধ্যেই কি অশনি সংকেত? এই দ্বীপেই নিজেদের মধ্যে মারামারি করে খুন হয় দ্বীপের বাসিন্দা তিনজন শ্রমিক!... কিন্তু কী এমন ঘটল যাতে হঠাৎ উন্মত্ত হয়ে উঠল নির্বিবাদী মানুষগুলো? নেপথ্যে কি রয়েছে কোনও 'কালা' ছায়া? কালাডেরা দ্বীপের মালিকানা নিয়ে বিবদমান দুই পক্ষের অন্তর্ঘাতের বলিই কি হতে হল নিরীহ মানুষগুলোকে? নাকি ছদ্ম ভালোমানুষির আড়ালে প্রত্যেকেই জড়িয়ে পড়েছে কোনও অভিসন্ধিমূলক কাজে? সেই রহস্যের পর্দা ফাঁস করতে কালাডেরা পাড়ি দিলেন বিজ্ঞানী জগুমামা। সঙ্গী ভাগ্নে টুকলু আর অনন্ত সরখেল। কারণ অনন্তবাবুও নাকি এই দ্বীপের মালিকানার একজন অংশীদার! তারপর?...
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এসসি। শিশু কিশোর ও প্রাপ্তমনস্ক সাহিত্যের ইতিহাস, বিজ্ঞান, রহস্য, হাসিমজা...নানা শাখায় বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর লেখালিখি। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। জনপ্রিয় চরিত্র বিজ্ঞানী জগুমামা ও টুকলু। ১৯৯৫ থেকে কিশোর ভারতী পত্রিকার সম্পাদক। ২০০৭ সালে পেয়েছেন শিশু সাহিত্যে রাষ্ট্রপতি সম্মান। শিশু-কিশোর সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত। মধ্যবর্তী সময়ে পেয়েছেন রোটারি বঙ্গরত্ন, অতুল্য ঘোষ স্মৃতি সম্মান, প্রথম আলো সম্মান ও নানা পুরস্কার
বিজ্ঞান-নির্ভর একটি পরিচ্ছন্ন রহস্যকাহিনি হিসেবে যে কাহিনি শুরু হয়েছিল, তা ক্রমে এমনই ভজঘট খুনোখুনির চেহারা নিল যে লেখাটা পড়ে মনটা তিতকুটে হয়ে গেল। যা হতে পারত অজেয় রায়ের 'সাগরগৌরব'-এর সার্থক উত্তরসূরি, তা যে শেষ অবধি কী হল... ধুত্!