🍁বই:- অসি বাজে ঝনঝন
🍁লেখক:- ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়
🍁প্রকাশনা:- পত্রভারতী
🍁মুদ্রিত মূল্য:- ১৪০ টাকা
🍁প্রচ্ছদ শিল্পী:- সুদীপ্ত দত্ত
🍁অলংকরণ:- সৌরিশ মিত্র
খ্রিষ্টপূর্ব পঞ্চম ও ষষ্ঠ শতাব্দী। আড়াই হাজার বছরেরও পূর্বের সুদূর অতীত। এ সেই সময়, যখন ভারতবর্ষের বুকে সৃষ্টি হয়েছে শক্তিধর ষোড়শ মহাজনপদের। আবির্ভাব ঘটেছে এক যুগন্ধর মহামানবের। তিনি বুদ্ধদেব, তথাগত। রূপময় ভারতবর্ষের সে এক যুগসন্ধিক্ষণ। অসির ঝনঝনানিতে মুখরিত, করুনাময় বুদ্ধদেবের শান্তির বাণীতে বিধৃত।
ইতিহাসের দুই বিচিত্র চরিত্র এই বইয়ের নায়ক। একজন উপেক্ষিত 'অজ্ঞাত নায়ক' বিরুঢব, অন্যজন যুদ্ধপিপাসু 'অজাতশত্রু'। দুজনেরই জীবন কুয়াশায় আবৃত, উত্থানপতনে তোলপাড়।
অজাতশত্রু ও বিরুঢবের দুই রোমাঞ্চকর উপাখ্যান দুই মলাটে পাঠকের দরবারে উপস্থাপিত হয়েছে এই বইয়ের মাধ্যমে। ইতিহাসের পাতা থেকে লেখক তুলে এনেছেন ঝাপসা অতীতের রক্তঝরা কাহিনী, যেখানে ফুটে উঠেছে তীব্র দ্বেষ-হিংসা, প্রেম-যন্ত্রণা এবং মানবতার চিরন্তন জয়গাথা।
লেখকের লেখা প্রথমবার পড়লাম। আমার খুব ভালো লেগেছে বইটা। ওনার জগুমামার কাহিনী গুলো পড়ার ইচ্ছে বহুদিনের। এবার শীঘ্রই সংগ্রহ করে পড়ে ফেলবো। এছাড়াও প্রচ্ছদ ও অলংঙ্করণ গুলোও খুব সুন্দর। যারা ইতিহাস ভালোবাসেন, তারা একবার পড়ে দেখতে পারেন।