ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়ের “তুমি পিতামহ” বইটি পড়ে মনে হলো ভীষ্মকে আমরা যেভাবে কেবল এক মহাপুরুষ, প্রতিজ্ঞাবদ্ধ যোদ্ধা হিসেবে জানি—তার বাইরে তিনি এক নিঃসঙ্গ, দ্বন্দ্বে জর্জরিত মানুষও ছিলেন। লেখক ভীষ্মের মনের ভেতরের যন্ত্রণা, প্রেম-অপ্রেম, প্রতিজ্ঞার বোঝা আর অসহায়তার দিকটি তুলে ধরে আমাদের ভাবতে বাধ্য করেছেন।
বইটির ভাষা সহজ অথচ আবেগময়, পড়তে গিয়ে কখনো মনে হয়েছে যেন ভীষ্ম নিজের মুখে কথা বলছেন। বিশেষ করে গঙ্গা ও অম্বার প্রসঙ্গগুলো ভীষ্মকে মানবিক রূপে প্রকাশ করেছেন।
সামগ্রিকভাবে বলতে পারি, “তুমি পিতামহ” শুধু মহাভারতের পুনঃকথন নয়, বরং ভীষ্মকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ দেয়। বইটি পড়ে ইতিহাস নয়, মানুষের ভেতরের লড়াইটাই বেশি অনুভূত হয়। পাঠ শেষেও এক ধরনের নীরবতা থেকে যায় মনে।