Jump to ratings and reviews
Rate this book

Masud Rana #135,136

অগ্নিপুরুষ

Rate this book
Based on "Man on Fire" (Creasy #1) by A.J. Quinnell.

পালিয়ে বেড়াচ্ছে মাসুদ রানা। সি.আই.এ এবং জিওনিস্ট ইণ্টেলিজেন্সের মৃত্যু পরোয়ানা ঝুলছে ওর মাথার ওপর। কদিন বিশ্রাম নেবে মনে করে আশ্রয় নিল সে বন্ধু রোমারিকের ওখানে, ইটালীতে। তারই সুপারিশে দেহরক্ষীর চাকরি নিল ইটালীর এক ধনী পরিবারে। সেখানে ছোট্ট একটি মেয়ে মিষ্টি একটা গান উপহার দিল রানাকে। দিয়েই চিরবিদায় নিল এ পৃথিবী থেকে। খুন করেছে ওকে কিডন্যাপাররা।
কিছুর সাথে নিজেকে জড়াবে না- প্রতিজ্ঞা করেছিল রানা; কিন্তু কখন যে ওকে জয় করে নিয়েছিল কিশোরী মেয়েটা, টেরই পায়নি। এখন আর ঘুমাতে পারে না ও। দাউ দাউ করে জ্বলছে বুকে প্রতিশোধের আগুন।

240 pages, Paperback

Published January 1, 1990

2 people are currently reading
112 people want to read

About the author

Qazi Anwar Hussain

593 books367 followers
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন।
কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
218 (65%)
4 stars
81 (24%)
3 stars
27 (8%)
2 stars
6 (1%)
1 star
2 (<1%)
Displaying 1 - 30 of 39 reviews
Profile Image for Rizwan Khalil.
374 reviews598 followers
December 27, 2021
Simply put: One of the GREATEST books I've ever read in my life. There's just nothing like this one anywhere, anytime, anyway. Read it like fifty times in the last 20 years, just read it once again. Will read it another 100 times or more before I die. This is the one book that never EVER grows old. I don't think because I love Masud Rana that I love অগ্নিপুরুষ, its because I love অগ্নিপুরুষ that I love Masud Rana for all my life... the person, the human being, the man underneath all the style-action-superheroics, not just a dashing spy or superhero. He's my hero because he's human, he's the type of person I want to be in my life. And that began from অগ্নিপুরুষ. I don't think I can able to praise a book any higher, its just not possible.

The book will wait on my shelf till I take it up again in another sunny morning, to once more relive this timeless tale of pure selfless friendship and love, heartache and pain, revenge and honor.
ভোরের আলো ফুটছে । বারান্দায় একা একটা চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে রানা । সবচেয়ে বড় তারাটা মিটমিট করছে দেখে চমকে উঠল ও । নিচের বাগান থেকে ফুলের গন্ধ এসে ঢুকল নাকে । বসন্তকাল, দূরে কোথাও একটা কোকিল ডেকে উঠল । তারপর, হঠাৎ ফুরফুরে বাতাস এসে লুটিয়ে পড়ল গায়ে ।

সেই গানটা বেজে উঠল অন্তরে ।

'এক সময় থেমে যাবে সমস্ত কোলাহল, ঘুমিয়ে পড়বে ধরণী । আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটা মিটমিট করলে বুঝবে আমি তোমায় ডাকছি । সে-রাতে তুমি জেগে থেকো, বন্ধু, ঘুমিয়ে পড়ো না । আর, হ্যাঁ, ফুলের গন্ধ পেলে বুঝে নিয়ো আমি আসছি । আর যদি কোকিল ডাকে, ভেব আমি আর বেশি দূরে নেই । তারপর, হঠাৎ ফুরফুরে বাতাস এসে তোমার গায়ে লুটিয়ে পড়লে বুঝবে আমি এসেছি । সে-রাতে তুমি জেগে থেকো বন্ধু, ঘুমিয়ে পড়ো না ।'

উঠে দাঁড়িয়ে রেলিঙএর সামনে চলে এল রানা । রেলিংটা শক্ত করে চেপে ধরল দু'হাত দিয়ে, সারা শরীর কাঁপছে । আকাশের দিকে মুখ তুলে বিড়বিড় করে বলল ও, 'জেগে আছি, আমি জেগে আছি ।'
13 reviews2 followers
August 21, 2019
'তুলনারহিত' শব্দটা সত্যিকার ব্যবহার করা যায়, এমন একটা বই। একটা পেপারব্যাক বই, সময়ের সীমা পেরিয়ে চিরকালীন হয়ে গেছে।
Profile Image for Avishek Bhattacharjee.
370 reviews79 followers
May 4, 2021
আমার খুব একটা মাসুদ রানা পড়ার ভাগ্য হয়নি। স্কুলে থাকতে তিন গোয়েন্দা পড়তাম। 40টা ভলিয়ুম পড়ার পরে ওটাও বাদ দিলাম। আমাকে আমার বিজ্ঞ বন্ধুগন পরামর্শ দিল আমি বড় হয়েছি। সুতরাং আমার এখন মাসুদ রানা পড়তে হবে। সুবোধ বালকের মত আমি মাসুদ রানা সিরিজের দুটো বই পড়লাম। পড়েই মনে হল এতো অনেকটাই জেমস বন্ড। ক্লাস সেভেনে জেমস বন্ড সিরিজ শেষ করা এই আমাকে মাসুদ রানা টানল না। বরং চলে গেলাম আমি জাফর ইকবাল আর হুমায়ুন আহমেদের দিকে। এই হইল আমার রানা সিরিজ পড়ার ইতি।

এবার আসি এই বই পড়া প্রসংগে। আমি আগেই হুমায়ুন আহমেদের অমানুষ পড়েছি৷ কিন্তু সে সময় আমি জানতাম না যে এটা ম্যান অন ফায়ারের একটা আডাপশন। মৌলিক বই হিসেবে ব্যাপক আবেগে বইটা শেষ করি। সে যাই হোক না কেন আমার কাছে এখনো এটা পড়া অন্যতম শ্রেষ্ঠ বই। রানা সিরিজের এ বই পড়া ওই ভালবাসা থেকেই।

বইয়ের প্রসংগে আসি৷ গল্প অনেকটা একই রকম। কিন্তু পার্থক্য হচ্ছে উপস্থাপনায়। হুমায়ুন আহমেদ বইটা লিখেছেন আবেগকে নির্ভর করে। আর কাজী আনোয়ার হোসেন লিখেছেন একশ্যান আর টেকনিক অবলম্বনে। প্রতিশোধের এই যুদ্ধে রানার স্বভাবসুলভ যুদ্ধনীতি অনেকটাই ডিটেইলে বর্ণনা করা আছে। সে হিসেবে একশ্যান বই হিসেবে অগ্নিপুরুষকে অনেকটাই এগিয়ে রাখা যায়৷ আর ঘৃণার যে বহিঃপ্রকাশ প্রতিশোধপরায়ণ মানুষটার মধ্যে জাগ্রত হয়েছে সেটা বুঝতে হলে রানার থেকে জামশেদ অনেকটাই এগিয়ে।
সে যাই হোক। আমি এনজয় করেছি বইটা। কিন্তু ম্যান অন ফায়ার কানে আসলে আমার রানার আগে জামশেদকেই মনে পড়বে বেশী। অমানুষে জামশেদ এ্যনির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছিল। কিন্তু রানা জায়গা কি লুবনার কবরের পাশেই হবে?? সেটা জানতে বইটা পড়া লাগবে আপনাদের।
Profile Image for Zabir Rafy.
312 reviews10 followers
November 8, 2024
ইমোশনাল থ্রিলার নামে কিছু আছে কি? অগ্নিপুরুষ যতটা থ্রিলার, যতটা রিভেঞ্জ থ্রিলার হিসেবে পাঠক পড়েছে, আমার মনে হয় আমার মতো অনেকেই এটাকে একটা ইমোশনাল উপন্যাস হিসেবেই পড়েছে!

রানার এই বইটা খুব উপভোগ করেছি। আই লাভ ইউ ম্যান এখনো পড়িনি। পড়লে অগ্নিপুরুষের থেকে বেশি ভালো লাগবে কি না জানি না। তার আগে অবধি আমার কাছে এটাই রানার বেস্ট...
Profile Image for Habiba Nawshin  Binte Haque.
1 review
June 19, 2024
২০১১-২০১২ সাল, ক্লাস 9/10 এ থাকাকালীন মাসুদ রানার প্রেমে পরে যাই..কত কত বই পরেছি মাসুদ রানা সিরিজের এখন নামও মনে নেই কাহিনীও তেমন মনে নেই..কিন্তু এই গল্পটা A-Z মনে আছে..কারণ গল্পটা খুব কঠিনভাবে আমার মনে দাগ কেটেছিল..কি পরিমাণ কান্না করেছিলাম অগ্নিপুরুষ পড়ে শুধু আমিই জানি..এখন গিয়ে জেনেছি এটাকে মাসুদ রানা সিরিজের one of the best গল্প বলা হয়..আর এটা জেনে আমি এইটুকুও অবাক হইনি..আজীবন মনে থাকার মতোই কাহিনী! 5 স্টারের বেশি দেওয়া গেলে আমি তাই দিতাম..কত কত প্রিয় বই আছে এমনকি এর থেকেও অনেক গুণ প্রিয় বই আমার আছে..কিন্তু শুধু এইটারই রিভিউ করে গেলাম..কারণ ছোট্ট এক কিশোরীর মনে দাগ ফেলেছিল এই “অগ্নিপুরুষ”!
Profile Image for Kawsar Mollah.
141 reviews7 followers
February 23, 2017
জীবনের প্রথম " মাসুদ রানা'

ভেবেছিলা "মাসুদ রানা" না পড়েই জীবন টা কাটিয়ে দিব। কিন্ত বইটার এতো প্রশংসা শুনেছি যে বইটা না পড়ে আর পারলাম না।

বইটা শেষ করে বলতে হচ্ছে সিরিজ বেষ্ট একটা বই দিয়ে সিরিজ টা শুরু করেছি। কিন্তু মাঝে মাঝে মনে হয়েছে রানার পাওয়ার টা একটু বেশি দেখানো হয়েছে। সিরিজ এর সিরিয়াল মেইন্টেইন করিনি তাই হয়তো এমন লেগেছে।


হ্যাপি রিডিং :)
Profile Image for Jenia Juthi .
258 reviews66 followers
August 31, 2020
মাসুদ রানা সিরিজের নাম অনেক শুনেছি।বইয়ের সাইজ বড় আর অক্ষর এতো ছোট যে পড়ার আগ্রহ এই জাগে নি। মাসুদ রানা সিরিজের পাঁচটা বই আছে আমার সংগ্রহে!
সিরিজ শুরুই করলাম, অগ্নিপুরুষ দিয়ে।
লুবনার জন্য অনেক খারাপ লেগেছে, একসময় চোখে পানিও চলে এসেছিলো। লুবনার হত্যার পিছে যে তার বাবাই থাকবে, তা কেনো জানি আগেই মনে হয়েছিলো -___- আফসোস! মজাটা শেষ!
Profile Image for Klinton Saha.
357 reviews5 followers
Read
February 15, 2025
এই বই আর পড়া হবে না।

প্রায় ১০০ পৃষ্ঠা পড়ার পর কেন যে Man on fire সিনেমা দেখে ফেললাম,পড়ায় আর মনো��োগ দিতে পারছি না। কেন যেন মনে হচ্ছে শেষপর্যন্ত কি হবে আমি তো জানিই।


পুরোপুরি ভুলে যাওয়ার পর আবার পড়বো।
Profile Image for অন্বয় আকিব.
Author 1 book137 followers
April 7, 2023
তৃতীয় বারের মত পড়লাম। প্রথম বারের মতই ভালো লাগলো। সম্ভবত রানার সেরা তিনটা বইয়ের একটা হয়েই থাকবে এটা।
Profile Image for Kazi Asif.
41 reviews1 follower
November 2, 2017
বইয়ের নামঃ অগ্নিপুরুষ
বইয়ের ধরণঃ স্পাই থ্রিলার / গুপ্তচরভিত্তিক রোমাঞ্চোপন্যাস।
লেখকঃ কাজী আনোয়ার হোসেন
প্রচ্ছদঃ আলীম আজিজ
প্রকাশনীঃ সেবা প্রকাশনী
প্রকাশকালঃ ১৯৮৫
পৃষ্ঠাঃ ২৩৯
মুল্যঃ ৮০ টাকা (মুদ্রিত মূল্য); ৭২ টাকা (রকমারি মূল্য)
লেখক পরিচিতিঃ জুলাই ১৯, ১৯৩৬, ঢাকা) একজন বাংলাদেশী লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা। সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে তিনি ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন।
ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। তাঁরা ছিলেন ৪ ভাই, ৭ বোন ।
তিনি ১৯৫২ খ্রিস্টাব্দে সেন্ট গ্রেগরি স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর জগন্নাথ কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। ১৯৬১ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাস করেন।
১৯৭৪ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন। এছাড়া পেয়েছেন সিনেমা পত্রিকা ও জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার।
সার-সংক্ষেপঃ
পালিয়ে বেড়াচ্ছে মাসুদ রানা। সি আই এ এবং জিওনিস্ট ইন্টেলিজেন্সের মৃত্যু পরোয়ানা ঝুলছে ওর মাথার উপর। ক'দিন বিশ্রাম নেবে মনে করে আশ্রয় নিল বন্ধু রেমারিকের ওখানে, ইতালীতে। তারই সুপারিশে দেহরক্ষীর চাকরী নিল ইতালীর এক ধনী পরিবারে। সেখানে ছোট্ট একটি মেয়ে মিষ্টি একটা গান উপহার দিল রানাকে। দিয়েই চিরবিদায় নিল এ পৃথিবী থেকে। খুন করেছে ওকে কিডন্যাপাররা।
নিজেকে কিছুতে জড়াবে না-
প্রতিজ্ঞা করেছিল রানা; কিন্তু কখন যে ওকে জয় করে নিয়েছিল কিশোরী মেয়েটা, টেরই পায়নি। এখন আর ঘুমাতে পারছে না ও। দাউ দাউ করে জ্বলছে বুকে প্রতিশোধের আগুন!
পাঠ-প্রতিক্রিয়াঃ
মাসুদ রানাকে চেনে না এমন বাঙালী পাঠক বাংলাদেশে খুব কমই আছে। তাই তার পরিচয় দিয়ে শুধু শুধু রিভিউ বড় করবো না।
মাসুদ রানা পড়ি আমি ২০০৭ সাল থেকে। "অগ্নিপুরুষ" বইটি প্রথম পড়ি ২০০৯ সালে। কিন্তু এতদিনেও এর রিভিউ দিই নি কেন তা আমি নিজেও জানিনা।
যাহোক... রিভিউ শুরু করি...
মাসুদ রানা সিরিজের এখন পর্যন্ত ৪০০+ বই বের হয়েছে। এর মধ্যে অগ্নিপুরুষের অবস্থান ১৩৫-৩৬ নম্বরে। প্রাথমিকভাবে খন্ড খন্ড করে প্রকাশিত হলেও এখন এটি দুখন্ড একত্রে প্রকাশিত হয়।
মাসুদ রানা সিরিজটি মূলত গুপ্তচরভিত্তিক সিরিজ হলেও, বিভিন্ন ধরণের প্লটে সিরিজটি চালানো হয়েছে। অগ্নিপুরুষ তার ভেতর অন্যতম। এখানে পাঠক গুপ্তচর মাসুদ রানাকে পাবেন না। পাবেন একজন কর্তব্যপরায়ন দেহরক্ষী এবং বিশাল হৃদয়ের মানুষ হিসেবে।
অগ্নিপুরুষ বইটি সিরিজের অন্যতম সেরা বই হিসেবে বিবেচিত হয়। ইতালীও কিশোরী লুবনা, তার সাথে মাসুদ রানার সম্পর্ক এবং তার অকাল মৃত্যু যেকোন পাঠককেই আবেগপ্রবণ করে দিতে সক্ষম!
এছাড়া থ্রিলার বই হিসেবেও বইটি চমৎকার। বইটিতে চমক আছে খুব। এছাড়া বলা হয়ে থাকে, এই বইটির মত ধুন্ধুমার একশন রানা সিরিজের খুব কম বইতেই আছে।
বইটির শেষে অনেক বড় একটি চমক আছে যা পাঠককে স্তম্ভিত করে দিতে পারে পুরোপুরিভাবে।
তবে কোন কিছুই নির্ভুল হয় না। আলোচ্য বইটিও নির্ভুল না।
=> অনেকেই জানেন মাসুদ রানার বইগুলো লেখা হয় বিদেশি কাহিনী অবলম্বনে। এবং অধিকাংশ লেখাই লেখেক ঘোস্ট রাইটাররা। যদিও প্রতিটি বইয়ের লেখনীর মান একই রকম রাখার জন্য কাজী আনোয়ার হোসেন স্যার নিজে হাত দেন, তারপরেও কিছু সূক্ষ্ম পার্থক্য দেখা যায়। যারা বহুদিন ধরে মাসুদ রানা পড়ছেন, তারা বুঝতে পারবেন। আলোচ্য বইটির লেখনীর মান কেন যেন আমার ভালো লাগে নি। আরো সহজ করে লেখা যেত বলে মনে করি।
=> বইটি মৌলিক না। বিখ্যাত বিদেশি থ্রিলার "ম্যান অন ফায়ার" এর
ছায়া অবলম্বনে রচিত। তবে কাহিনী একই হলেও, দুটো বইয়ের ফ্লেভার আলাদা!
=> মাসুদ রানা সিরিজের একটা ব্যাপার আমার বরাবরই চোখে লাগে, সেটি হলো, নাটকিয় কিছু সংলাপ বা লেখনী। সেই সাথে টেকনিক্যাল টার্মগুলোর বানান। উচ্চারণ করতে কষ্ট হয়। পড়ার গতি কমে যায়। এই ব্যাপারটা এই বইয়ে বেশি আছে।
কিন্তু এত কিছুর পরও বইটির ভালো দিকের সংখ্যাই বেশি।
মাসুদ রানা যারা তেমন একটা পড়েন না, তারা অনেকেই মাসুদ রানাকে সুপার হিউম্যান বা অতিমানব হিসেবে আখ্যা দেন। তাদের মতে, "মাসুদ রানা পৃথিবীর লোক না। আনোয়ার সাহেব তার এই ক্যারেকটারকে অতিমানব বানিয়ে ফেলেছেন। যে কিছুতে হারে না। মরে না। প্রতিবারই বেঁচে যায়!"
আলোচ্য বইতে মাসুদ রানাকে তার এই 'অতিমানব' ব্যাপারটা থেকে বের হতে দেখবেন পাঠক।
এছাড়া বইটির ছাপা ও বাঁধাই অন্যান্য সেবা'র বইয়ের মতই। কিন্তু ইদানিংকালে বইয়ের দাম বেশ বেড়েছে। সেই সাথে কমিশনও কম রাখা হয়। তাই অনেকেরই সাধ্যের বাইরে চলে যাচ্ছে এই বই।
তবে বইয়ে বানান ভুলের পরিমাণ খুব কম পেয়েছি!
সবশেষে বলতে পারি, বইটি পড়ে দেখুন। ভালো লাগবে কথা দিচ্ছি!
ধন্যবাদ!
হ্যাপি রিডিং!
রেটিংঃ ৪.৫/৫
Profile Image for Asura.
3 reviews
February 20, 2020
Any one who actually read it will understand why I posted this here..

It's a song of Runa Laila, and Lubona sing this to Rana to confess her undying love to him..

যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকে আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে

Of all the books I've read of all writers, this is still number 1 on the favorite list.
Profile Image for Monjur  Morshed  Prottoy .
22 reviews11 followers
February 22, 2019
এ. জে. কুইন্যাল এর ম্যান অন ফায়ার বইটির রূপান্তর করেন হুমায়ুন আহমেদ এবং কাজী আনোয়ার হোসেন যথাক্রমে অমানুষ এবং অগ্নিপুরুষ নামে। হুমায়ূন আহমেদ এর বইটা অবশ্যই অসাধারণ একটা বই। কিন্ত থ্রিলার বা অনুবাদ সাহিত্যে কাজীদা (আসলেই কাজীদার লেখা তো) যে আরো দক্ষ এই বইটাই তার প্রমাণ।মাসুদ রানা সিরিজ এর বেস্ট বই।
Profile Image for Akter R Hossain.
20 reviews4 followers
April 12, 2019
হুমায়ূন আহমেদ এর অমানুষ পড়েছিলাম বলে কাহিনী আগে থেকেই জানা ছিল। তারপরো এই বইয়ে যথেষ্ট টুইস্ট পেয়েছি।
Profile Image for H M Al amin.
44 reviews7 followers
May 12, 2023
এক বসায় শেষ করার মত বই। ভালো টেনে রাখতে পারবে পাঠককে। ব্যক্তিগত রেটিং ৪.৫/৫.০.
Profile Image for Rocky Rahman.
106 reviews10 followers
March 18, 2024
এযাবৎকালে পড়া মাসুদ রানার সবথেকে প্রিয় বই এটা আমার।
আই লাভ ইউ বইটা এখনো পড়িনি, আশা করি সেটা এটাকে অতিক্রম করার ক্ষমতা রাখবে।
কাজীদাকে মিস করছি।
Profile Image for Tamim Rayhan.
26 reviews
January 26, 2024
বই- অগ্নিপুরুষ
সিরিজ- মাসুদ রানা
প্রকাশনী- সেবা
লেখক- কাজী আনোয়ার হোসেন

"এক সময় থেমে যাবে সমস্ত কোলাহল,
ঘুমিয়ে পড়বে ধরণী।
আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটা মিটমিট করলে
বুঝবে আমি তোমায় ডাকছি।
সে-রাতে তুমি জেগে থেকো, বন্ধু, ঘুমিয়ে পড়ো না।"

ছোট বেলায় তিন গোয়েন্দা প্রচুর পড়েছি, সেই তুলনায় মাসুদ রানা খুব একটা পড়া হয়নি। এক বড় ভাইয়ের সাজেশনে আজকে শেষ করলাম বছরের প্রথম বই– অগ্নিপুরুষ।

‘গল্পটা প্রতিশোধের, এক ভয়ঙ্কর সুন্দর প্রতিশোধের। লুবনা আর রানার বন্ধুত্ব জড়িয়ে আছে যে গল্পে। সি. আই.এ'র হাত থেকে পালিয়ে মাসুদ রানা আশ্রয় নেয় ইটালিয়ান বন্ধু রেমারিকের কাছে। বন্ধুকে নতুন পরিচয় দেয় রেমারিক। ইমরুল হাসান নাম ধারন করে রানা চাকরি শুরু করে লুবনার বডিগার্ড হিসেবে। প্রথম দিকে খুব একটা বনিবনা না হলেও কিভাবে যেনো রানা আর লুবনার সখ্যতা গড়ে উঠে। আকস্মিক একদিন কিডন্যাপ হয় লুবনা, মারাত্মকভাবে আহত হয় রানা। হাসপাতালের বিছানায় শুয়ে খবর পায় লুবনা আর নেই। সাথে আরও ভয়াবহ কিছু তথ্য। পাথর হয়ে যায় রানা। রাতে আর ঘুমুতে পারে না সে। মনে হয় দূরের আকাশের ছোট্ট সেই তারাটা বুঝি লুবনা, রানা বলে জেগে আছি লুবনা।
প্রতিশোধের জন্য প্রস্তুত হয় রানা। শুরু হয় ধ্বংসযজ্ঞ। একেরপর এক খুন হতে থাকে। মাফিয়া মহল নড়েচড়ে উঠে। কে এই লোক! কিসের পেছনে পরে আছে? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রানা আর থামবে না, লুবনার হত্যার সাথে যারা জড়িত তাদের সবকটাকে নরকে পাঠানোর আগে সে ঘুমাবে না। লুবনার জন্য জেগে থাকবে।
একসময় শেষ হয় সব– বন্ধু রেমারিক, কর্নেল গুগলি আর সহকারী পাধানী ছুটে আসে রানার কাছে। কিন্তু ততক্ষণে বোধহয় অনেক দেরি হয়ে গেছে, রানা প্রস্তুত হয়ে গেছে দীর্ঘ যাত্রার জন্য। ক্লান্ত যোদ্ধা এখন ঘুমাবে, লম্বা ঘুম– যে ঘুম থেকে সে আর জাগবে না।’

*আমার জন্মেরও বহু আগে প্রকাশিত হয়েছিলো এই বই। কিন্তু কত রানা ভক্ত যে চোখের পানি ঝরিয়েছে এটার জন্য তা ঠিক অনুমান করতে পারছি। কি দূর্দান্ত এক সমাপ্তি!

এমআরনাইন❤️
(এডাপ্তেড ফ্রম– ম্যান অন ফায়ার)
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Hridoy Ahmed.
23 reviews4 followers
April 13, 2020
🔹 বইঃ অগ্নিপুরুষ (মাসুদ রানা সিরিজ)
🔹লেখকঃ কাজী আনোয়ার হোসেন
🔹প্রকাশকঃ সেবা প্রকাশনী
🔹ঘরানাঃ স্পাই থ্রিলার
🔹পৃষ্ঠাঃ ২৪১
🔹মুদ্রিত মূল্যঃ ৬৪ টাকা
🔹ফরম্যাটঃ পিডিএফ



📌 প্লটঃ পালিয়ে বেড়াচ্ছে মাসুদ রানা। সি.আই.এ এবং জিওনিস্ট ইণ্টেলিজেন্সের মৃত্যু পরোয়ানা ঝুলছে ওর মাথার ওপর। কদিন বিশ্রাম নেবে মনে করে আশ্রয় নিল সে বন্ধু রোমারিকের ওখানে, ইটালীতে। তারই সুপারিশে দেহরক্ষীর চাকরি নিল ইটালীর এক ধনী পরিবারে। সেখানে ছোট্ট একটি মেয়ে মিষ্টি একটা গান উপহার দিল রানাকে। দিয়েই চিরবিদায় নিল এ পৃথিবী থেকে। খুন করেছে ওকে কিডন্যাপাররা।
কিছুর সাথে নিজেকে জড়াবে না- প্রতিজ্ঞা করেছিল রানা; কিন্তু কখন যে ওকে জয় করে নিয়েছিল কিশোরী মেয়েটা, টেরই পায়নি। এখন আর ঘুমাতে পারে না ও। দাউ দাউ করে জ্বলছে বুকে প্রতিশোধের আগুন।



📌 মন্তব্যঃ সকালে ঘুম ভাঙার পর ভাবলাম শুয়ে শুয়ে মাসুদ রানা সিরিজের 'অগ্নিপুরুষ' বইটা পড়ে ফেলি।
তো, পড়ে শেষ করে ফেললাম বইটি আর চটপট একটা রিভিউও লিখে ফেললাম।

অগ্নিপুরুষ এ জে কুইনেল এর থ্রিলার নভেল 'ম্যান অন ফায়ার' এর ছায়া অবলম্বনে লেখা হয়েছে।

অগ্নিপুরুষ বই মাসুদ রানা সিরিজের সেরা বই হিসেবে বিবেচিত হয়। ইতালি'র সেই ছোট্ট মেয়ে লুবনার সাথে মাসুদ রানার সম্পর্ক আমাদের আবেগপ্রবণ করে তুলে। মেয়েটার মৃত্যুর পর মাসুদ রানার সাথে সাথে যেন পাঠকও দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে।
প্রতিশোধ যে কতটা ভয়াবহ হতে পারে সেটা অগ্নিপুরুষ পড়ে পাঠক বুঝতে পারবে।
প্রচুর অ্যাকশনে ভরপুর সিরিজের এই বইটিতে। প্রচুর উত্তেজনা কাজ করবে বইটি পড়ার সময়। যদিও কিছু কিছু যায়গাই মনে হয়েছে হইতো বেশীই পাওয়ার দেওয়া হয়েছে মাসুদ রানাকে। তবে বইটির শেষের টুইস্টটা স্তম্ভিত করে দিতে বাধ্য পাঠককে।

কোয়ারেন্টাইনের এই দিনে থ্রিল, অ্যাকশন আর আবেগে ভরপুর একটু সময় কাটাতে চাইলে আপনারাও পড়ে নিতে পারেন মাসুদ রানা সিরিজের 'অগ্নিপুরুষ' বইটি।
আশা করি ভালো সময় কাটবে।
অনলাইনে পিডিএফ পেয়ে যাবেন।

#StayHome
#StaySafe
Profile Image for Farhan Nayem.
170 reviews2 followers
February 20, 2024
"এবার আমি ঘুমাবো,লুবনা,এবার একটু ঘুমাবো"

-মাসুদ রানা

প্লটঃ মৃত্যু পরোয়ানা ঝুলছে মাসুদ রানার ওপর।পালিয়ে ইটালিতে গিয়ে উঠল ও,আশ্রয় নিল ঘনিষ্ঠ বন্ধু রেমারিকের ওখানে। ওখানেই রেমারিকের ছোট ভাই রিসোর সুপারিশে এক ধনী দম্পতির মেয়ে লুবনার বডিগার্ডের চাকরি নিল রানা। ধীরে ধীরে মেয়েটা জয় করে নিল রানার মন। কিন্তু তার পরক্ষনেই কিডন্যাপ করা হলো ওকে,কিছুদিন পর জানা গেল খুন করা হয়েছে ওকে। কোনকিছুর সাথে নিজেকে জড়াবে না প্রতিজ্ঞা করেও চুপ করে বসে থাকতে পারল না রানা। যতবারই চোখ বন্ধ করে রানা,বারবার তার চোখে ভেসে ওঠে লুবনার নিষ্পাপ মুখটা। আর শান্তিতে ঘুমাতে পারল না ও, দাউদাউ করে বুকে জ্বলে উঠল প্রতিশোধের আগুন।

★রিভিউঃ "অগ্নিপুরুষ" বইটা পড়ে শেষ করার পর একটা কথাই মনে হচ্ছে "ওয়ান অফ দ্য বেস্ট! " কেবল মাসুদ রানার সিরিজেরই নয় আমার জীবনে পড়া সেরা বইগুলোর কাতারে থাকবে "অগ্নিপুরুষ"। এক কথায় অনবদ্য। মাসুদ রানার ভক্তরা কেন এই বইটিকে সিরিজের সেরা বইয়ের তকমা দেয় তা বইটা পড়ে বুঝতে পারলাম। রানার পালিয়ে বেড়ানো,লুবনার সাথে ওর সম্পর্ক,রেমারিকের ব্যাকস্টোরি,পুলিশ অফিসার গুগলির সহানুভূতি,ইটালির মাফিয়াচক্রে তোলপাড় আর সবশেষে রানার ভয়ংকর প্রতিশোধ মিলিয়ে বইটা হয়ে উঠেছে একটা পারফেক্ট রিভেঞ্জ ড্রামা। "অগ্নিপুরুষ" এডাপ্ট করা হয়েছে লেখক এ. জে. কুইনেলের "ম্যান অন ফায়ার" বইটা থেকে।এডাপ্টেশন এতটাই ভালো হয়েছে যে আমি নিঃসন্দেহে বলতে পারি মূল বইটা পড়লেও এখন আর আমার ভালো লাগবে না। কিছু বই রিভিউ-রেটিং এর অনেক উর্ধ্বে,অগ্নিপুরুষ তেমনই একটা বই।
Profile Image for অলকানন্দা .
109 reviews5 followers
September 1, 2022
মাসুদ রানা পড়ার হাতেখড়ি হয়েছিলো আমার সাউদিয়া ১০৩ এর মাধ্যমে। এরপর বেশ কয়েকজনের সাজেশনে অগ্নিপুরুষ বইটা হাতে নেয়া। মন্ত্রমুগ্ধতারও উর্ধ্বে যদি কোন অনুভূতি থেকে থাকে, তাহলে এই বইটি পড়ার পর তা হয়েছে আমার।

আমি মাসুদ রানা সিরিজের পোকা নই, সবেমাত্র শুরু করেছি কেবল। কিন্তু এই বইটি পড়ার পর আমার মনে হয়েছে, রানার সবচেয়ে বড় শক্তি তার অস্ত্রচালনায় দক্ষতাই নয়, বরং বন্ধুত্বপরায়ণতা এবং নিজের ব্যক্তিত্বের মধ্যে চেপে রাখা সুপ্ত ভালোবাসাও বটে। লুবনার সাথে তার বন্ধুত্বপূর্ণ স্নিগ্ধ সম্পর্ক এটাই প্রমাণ করে যে, বন্ধুত্বের কোন বয়স নেই। রেমারিকের প্রতি ভ্রাতৃত্বসুলভ সুহৃদ্যতাও এটাই প্রমাণ করে যে, বন্ধুত্বের কোন জাতীয়তাজনিত ভেদাভেদ নেই।

চোখে জল আর মনে একরাশ বিষন্নতা নিয়ে বইটি শেষ করলাম। লুবনার জন্য ব্যথায় ছেয়ে আছে অন্তর।
Profile Image for Miraj.
27 reviews39 followers
January 6, 2020
নিজের মৃত্যু পরোয়ানা নিয়ে পালিয়ে বেরাচ্ছে মাসুদ রানা। একসময় আশ্রয় নিলো পুরানো বন্ধু রেমারিকের বাড়িতে, ইতালীতে। সেখানেই ওকে একটা চাকরি জোগাড় করে দেয় রেমারিক। এক কিশোরীর দেহরক্ষীর চাকরি। কিন্তু মেয়েটা খুন হয় কিডন্যাপারদের হাতে। রক্ষা করতে ব্যর্থ হয় রানা। সেই খুনের প্রতিশোধের প্রতিজ্ঞা রানাকে একদম নিয়ে যায় শেষ পর্যন্ত। তার কতটা সফল হয়েছে কি হয়নি জানতে হলে বইটি পড়তে হবে।

মাসুদ রানা সিজনের অন্যতম জনপ্রিয় বইটা। স্টোরিটা ভালো লেগেছে। টুইস্টগুলো অসাধারন, সেই সাথে টানটান উত্তেজনা।
Profile Image for Arif  Raihan Opu.
213 reviews7 followers
August 12, 2022
বইটির কথা অনেক শুনেছি। তাই কিনে পড়ে ফেললাম। যদিও বইটি "ম্যান অন ফ্যায়ার" এর এডাপ্টেশন। তবুও বল এটি খুব স্লো এডাপ্টেশন। গল্পের গতি খুব ধীর। শেষে এসে তাও মোটামুটি কাভার করা হয়েছে৷ কিন্তু এটা স্বভাব সুলভ মাসুদ রানা নয়। আমরা সাধারণত একেশন ধর্মী মাসুদ রানা কে চিনি। যেটা কাহিনীর শুরু থেকেই একদম পাঠকের ভেতর ঢুকে যায়। তবুও খারাপ নয়৷ বেশ ভালো বলা যায়।
Profile Image for Fariha Tuj Jerin.
10 reviews
September 2, 2021
পড়তে পড়তে কখন যে চোখের কোণে পানি জমে গেছিল, খেয়ালই করিনি। এক কিশোরীর ইতালির মাফিয়াদের হাতে নির্মম মৃত্যু, তার প্রতিশোধে মাসুদ রানার অসাধারণ ভূমিকা। প্রথম দিকে কাহিনী অনেক স্লো লাগলেও শেষের ৭০/৮০ পৃষ্ঠা কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। নিঃসন্দেহে মাসুদ রানা সিরিজের বেস্ট বইগুলোর একটি।
Profile Image for Rasel Khan.
170 reviews8 followers
December 9, 2022
আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার নজর এড়াতে নানান যায়গায় ছদ্মবেশ নিয়ে বেড়াচ্ছে এজেন্ট রানা। শেষে চাকরি নেয় এক ছোট মেয়ের বডিগার্ড হিসেবে। কিন্তু শেষ রক্ষা করতে না পেরে মাফিয়া ধ্বংসের শপথ নিয়ে মাঠে নামে রানা। রানা কী পারবে তার মিশন সফল করতে?
Profile Image for Shihab Siddiquee.
22 reviews
November 13, 2025
আমার পড়া মাসুদ রানার সবচে সেরা বই। বইটা আমার এতই পছন্দ যে এখনো কিন্ডেল এ নিয়ে রেখে দিসি এবং মন চাইলেই ডিফরেন্ট অংশ থেকে পড়ি। কিছু কিছু লাইন একদম মুখস্ত। বই এর কোন রিভিউ দিচ্ছি না কারণ আমি জানি মাসুদ রানা লাভার সবাই বই এর কাহিনী জানে এবং মাসুদ রানা রেকমেন্ড করলে সবাই এই বই দিয়ে শুরু করতে বলে যাতে ভালো লাগে মাসুদ রানা পরে। বইটা মান ও ফায়ার এর এডাপশন কিন্তু মান অন্ ফায়ার এর চেয়ে হাজার গুনে সুন্দর করে লেখা। এ মাস্ট রিড ♥️
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Rashed.
127 reviews26 followers
May 4, 2021
মাসুদ রানার সেরা বইগুলোর একটি নিঃসন্দেহে
Displaying 1 - 30 of 39 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.