বইটা প্রথম যেবার পড়ি সেবারই মুগ্ধ হয়েছিলাম। পড়েই মনে হয়েছিল, "এই তো! বাংলা ব্যাকরণের বই এরমই হওয়া দরকার!" এটি বাঙলা ভাষার সম্পূর্ণ ব্যাকরণ নয়। তবে অল্পবয়সী পাঠকদের জন্য ব্যাকরণ কী করে লিখতে হবে ও এ বিষয়ে তাদের আগ্রহী করে তোলা যাবে, তার একটি প্রকৃষ্ট উদাহরণ। পরবর্তীতে রবীন্দ্রনাথ আরো একটি বই লিখেছেন ব্যাকরণ বিষয়ক। নাম- শব্দতত্ত্ব। সে বিষয়ে কথা বারান্তরে হবে। পণ্ডিতেরা যাই বলুন, আমি বলব, এটাই বাংলা ভাষার পয়লা ব্যাকরণের বই।