বইটা পড়তে চল্লিশ বছর দেরি হয়ে গেল। মানে পাঁচ কি ছ'বছর বয়সী না হলে এই বই পরে উপভোগ করা অসম্ভব। অবশ্য বইটা লেখাই হয়েছিল ষোলো বছর আগে! যাইহোক, মানবেন্দ্র পালের নিপুণ লেখনী ছাড়া আর কিছুই পেলাম না এতে। তবে নস্ট্যালজিয়ার চশমা দিয়ে দেখলে হয়তো লেখাটা হাস্যকরের বদলে ভয়ংকর ঠেকতেও পারে। দোষটা বোধহয় আমারই ছিল। মানে এই বই পড়ার চেষ্টা করাই উচিত হয়নি।
প্রথম পর্ব 'অলৌকিক জল্লাদ' পড়ে যে আনন্দ পেয়েছিলাম সেটা ঠিক থাকলো না। উপন্যাসটা একদম জমলো না, শেষটা তো একদমই যাচ্ছেতাই! আরও অনেক কিছু হতে পারতো। এবং উপন্যাসটা ঠিকঠাক শেষও হয় নি।