Jump to ratings and reviews
Rate this book

পরানের গহীন ভিতর

Rate this book
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের পরানের গহীন ভিতর এমন এক আশ্চর্য কাব্যগ্রন্থ, বাংলাদেশের কবিতায় যা এর মধ্যেই ধ্রুপদি মর্যাদা লাভ করেছে। পূর্ব বাংলার মানুষের মুখের ভাষার যে সুমিষ্ট-সহজ অভিব্যক্তি, এ বইয়ের পঙক্তিতে তা সপ্রাণ হয়ে উঠেছে কাব্যের অপূর্ব জাদুর কাঠিতে। এতে আছে আমাদের আত্মপরিচয়ের প্রত্নচিহ্নও। প্রেম-বিরহ, কামতৃষ্ণা, বিচ্ছেদ-বেদনা- প্রবৃত্তির সবটুকু সারাৎসার ধারণ করে কালজয়ী বইটির খণ্ড খণ্ড কবিতাগুলো সবার সামনে উন্মোচন করে মানুষের ভালোবাসার অখণ্ড স্বরূপ।
'মানুষ এমন তয়, একবার পাইবার পর
নিতান্ত মাটি মনে হয় তার সোনার মোহর।' - উন্মাতাল সেই ভুবনে, সাবলীল কবিতার জগতে পাঠককে স্বাগত। সৈয়দ শামসুল হকের শোভিত চিত্রণ হয়ে বইটি এবার প্রকাশিত হলো নতুন এক অনিন্দ্য ব্যঞ্জনায়।

34 pages, Hardcover

First published February 1, 2006

7 people are currently reading
195 people want to read

About the author

Syed Shamsul Haque

191 books98 followers
Syed Shamsul Haque (Bangla: সৈয়দ শামসুল হক) was a Bangladeshi poet and writer. Haq lived alternately in Dhaka and London. He wrote poetry, fiction, plays - mostly in verse and essays. He, the youngest writer to be honored with Bangla Academy Award, achieved it at the age of 29. He was honored with Ekushey Podok in 1984.

(সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মেছিলেন। বর্ণাঢ্য লেখকজীবনের অধিকারী সৈয়দ হক। কবিতা, ছোটগল্প, উপন্যাস, কাব্যনাট্য, চলচ্চিত্রের চিত্রনাট্য, চলচ্চিত্রের গান – যা লিখেছেন সবকিছুতেই পেয়েছেন জনপ্রিয়তা, সাফল্য।

মাত্র ২৯ বছর বয়সে ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ হক। এখন পর্যন্ত বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সর্বকনিষ্ঠ লেখক তিনি।

সৈয়দ হকের লেখালেখির শুরু তাঁর শৈশবেই। ম্যাট্রিক পরীক্ষার আগে লিখে ফেলেন দুই শতাধিক কবিতা। ১৯৫১ সালে ফজলে লোহানী সম্পাদিত ‘অগত্যা’ পত্রিকায় ‘উদয়াস্ত’ নামে তাঁর একটি গল্প ছাপা হয়। সেটাই তার প্রথম ছাপা হওয়া লেখা।

সেই বছরই বাড়ি থেকে পালিয়ে বোম্বে (বর্তমানে মুম্বাই) চলে গিয়েছিলেন তিনি। কাজ করেন পরিচালকের সহকারী হিসেবে। কয়েক বছর পর দেশে ফিরে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলেও লেখাপড়া শেষ করেননি। পুরোপুরি মনোযোগ দেন লেখালেখিতে।

১৯৫০-এর দশকেই প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’। এ সময় চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা শুরু করেন তিনি। তাঁর লেখা চিত্রনাট্যে নির্মিত হয় ‘সুতরাং’, ‘কাগজের নৌকা’, ‘মাটির পাহাড়’, ‘তোমার আমার’। তাঁর উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ অবলম্বনে ‘গেরিলা’ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়।

সৈয়দ শামসুল হক চিত্রনাট্যের পাশাপাশি চলচ্চিত্রের জন্য প্রচুর গান লিখেছেন। তাঁর লেখা বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘তুমি আসবে বলে কাছে ডাকবে বলে’, ‘এই যে আকাশ এই যে বাতাস’।

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘একদা এক রাজ্যে’, ‘বৈশাখে রচিত পঙক্তিমালা’, ‘পরানের গহীন ভিতর’, ‘অপর পুরুষ’, ‘অগ্নি ও জলের কবিতা’।

বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে ‘খেলারাম খেলে যা’, ‘নিষিদ্ধ লোবান’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘নীল দংশন’, ‘বারো দিনের জীবন’, ‘তুমি সেই তরবারী’, ‘কয়েকটি মানুষের সোনালী যৌবন’, ‘নির্বাসিতা’।

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘নুরলদীনের সারা জীবন’ তাঁর বিখ্যাত কাব্যনাট্য। এ ছাড়া অসংখ্য অনুবাদ এবং শিশুসাহিত্যে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন সৈয়দ হক।)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
138 (60%)
4 stars
65 (28%)
3 stars
21 (9%)
2 stars
4 (1%)
1 star
0 (0%)
Displaying 1 - 30 of 51 reviews
Profile Image for Rifat.
501 reviews329 followers
May 30, 2021
হায়....কী আছে কবিতায়!? (৬ এপ্রিল, ২০২১)

আমার কাছে কবিতাকে বড়সড় অস্ত্র বলে মনে হয়। একটা প্রমাণ সাইজের বোমা মেরে যেমন অনেকখানি জায়গা উড়িয়ে দেয়া যায় ঠিক তেমনি ছোট ছোট কয়টা লাইন দিয়েই শুনিয়ে দেয়া যায় শত পাতার কথা।হাজার কথায় যা বোঝানো যায় না, ছোট্ট কিছু লাইন দিয়েই তা বোঝানো যায় অনায়াসে।

যেমনঃ
"আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,
ক্যান এত তপ্ত কথা কয়, ক্যান পাশ ফিরা শোয়?
ঘরের বিছান নিয়া ক্যান অন্য ধানখ্যাত রোয়?
অথচ বিয়ার আগে আমি তার আছিলাম ধ্যান।"

অথবা,
"পুন্নিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার?
সাধের পিনিস ক্যান রঙচটা রদ্দুরে শুকায়?"

কিংবা,
"তোমার খামাচির দাগ এখনো কি টকটাকা লাল,
এখনো জ্বলন তার চোৎরার পাতার লাহান।"

আর,
"তোমারে যে ভালোবাসে এর থিকা আরো পাঁচগুন
আল্লার কসম আমি দিমু তারে এই জামাখান।"

কবিতার মূল বিষয় প্রেম। আঞ্চলিক ভাষায় কবি নারী-পুরুষের মধ্যকার প্রেম ভালোবাসা, ঈর্ষা, পরম মমতা, আকুতি ইত্যাদি নিপূণ ভাবে বর্ণনা করেছেন।একবার কবিতার মধ্যে দেখা গেছে প্রেম, মমতা; কখনও কবি আকুতি, ব্যাকুলতা প্রকাশ করেছেন।

আবার কখনও ঈর্ষার কথাও জানিয়েছেন-
"আরে ও ইসের বেটি, চুলে দিয়া শিমুলের ফুল
যাস কই, কই যাস? যুবকের মাঝখান দিয়া?"

আবার কবি প্রশ্ন করেছেন মনের এই অবস্থা কেন? কবি এখানে মনের অদ্ভুত দোটানার কথা বলেছেন। বাজিকর যেমন বিভিন্ন জাদু দেখায় তার ইচ্ছা মত, পাখি বানিয়ে তাকে উড়িয়ে দেয় আর ধরে না, তার বানানো মোহর যেমন মাটিতে পড়ে থাকে! মনও তো তেমনি কারও ধার ধারে নাহ! আপনি একদিকে যেতে চান আর মন চলে অন্য দিকে।
অথচ কবি নিজেই প্রথম পাতায় উত্তর দিয়েছেন -
"এ বড় দারুণ বাজি,তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর।"


~ ২৬ সেপ্টেম্বর, ২০২০
Profile Image for Maruf Hossain.
Author 37 books258 followers
May 29, 2017
কী অদ্ভুত সুন্দর! জানা কথাগুলো কেমন অচিন হয়ে কী অদ্ভুত মায়ায় শব্দের পর শব্দের জাদুতে বেঁধেছেন। হৃদয়ের গহীনে অবচেতনে ঘোরাঘুরি করতে থাকা কথাগুলো এত সুন্দর করে এমনভাবে আগে কেউ বলেনি।
দ্বিধাবিভক্ত হৃদয় কী দারুণ মায়ায় তুলে এনেছেন--
চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও,
বুকের ভিতর থিকা পিরীতের পুন্নিমার চান,
নিজেই তাজ্জব তুমি একদিকে যাইবার চাও
অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান।
Profile Image for Ummea Salma.
125 reviews121 followers
November 8, 2021
"মানুষ এমন ভাবে বদলায়া যায়, ক্যান যায়?
পুন্নিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার?
সাধের পিনিস ক্যান রঙচটা রদ্দুরে শুকায়?
সিন্দুরমতির মেলা হয় ক্যান বিরান পাথার?
মানুষ এমন তয়, একবার পাইবার পর
নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর।।"

বই নিয়ে সমস্ত আলোচনার শেষ যে বইটা দিয়ে হয়েছিলো!

যে বই আমি আজ থেকে ৬-৭ বছর আগে কোন এক বই মেলা থেকে কিনে এনেও সে সময় পড়ে মর্ম বুঝিনাই যে কি মূল্যবান একটা জিনিস মনের অজান্তে কিনে ফেলছি!

"আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,
ক্যান এত তপ্ত কথা কয়?"

এত অজস্র অজস্র বার পড়ার পর ও কেনো প্রতিবার মনে হয় এই প্রথম পড়তেছি!
Profile Image for শাহ্‌ পরাণ.
259 reviews74 followers
February 23, 2024
প্রথমেই আরশকে ধন্যবাদ, এত সুন্দর একটা বই জন্মদিনে উপহার দেওয়ার জন্য।

কবির পড়া প্রথম বই। এক কথায় মুগ্ধ। ২০১০ সালে বড়ো ভাইয়ের একটা mp3 ছিলো, সেখানে kobita নামের folder এ এই বইয়ের ৩ টা কবিতা ছিলো। তখন শুনতাম, ভালো লাগতো, কিন্তু জানতাম না কার কবিতা এগুলো। এরপর অনেকদিন কবিতাগুলো আর শোনা হয়নি। হঠাৎ বই পড়ার সময় কবিতাগুলো দেখে মনে পড়লো, এগুলো তো আমি শুনতাম একসময়!

বিচ্ছেদ, না পাওয়ার দুঃখ আর হাহাকারের এরকম শৈল্পিক রূপায়ণ করা কঠিন কাজ। তাও আবার ১৮ শব্দের সনেটে, তার সাথে গ্রাম্য আঞ্চলিক ভাষার বুনন। সব মিলিয়ে বই শেষ করার পর এখনো একটা ঘোরের মাঝে আছি মনে হচ্ছে।
Profile Image for Akhi Asma.
230 reviews464 followers
March 9, 2017
এ বইটা এতো কিউট ক্যান! ^_^
Profile Image for Amit Das.
179 reviews117 followers
September 30, 2020
'এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর।'
Profile Image for Zabir Rafy.
312 reviews10 followers
February 25, 2025
"আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান, ক্যান এত তপ্ত কথা কয়, ক্যান পাশ ফিরা শোয়।"

সৈয়দ হকের গল্প, উপন্যাস, কবিতার অন্ধ-ভক্ত আমি। পরাণের গহীন ভিতর আরেকবার পড়তে গিয়ে এই লাইন দুটো হিট করলো খুব করে।
Profile Image for Ishraque Aornob.
Author 29 books403 followers
March 26, 2022
"আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,
ক্যান এত তপ্ত কথা কয়, ক্যান পাশ ফিরা শোয়?
ঘরের বিছান নিয়া ক্যান অন্য ধানখ্যাত রোয়?

এককথায় অসাধারণ। প্রত্যেকটা বাক্য একধরনের বিষাদ জাগায়।
Profile Image for Tamanna Binte Rahman.
184 reviews140 followers
December 15, 2022
তিনি আমার প্রিয় কবিদের একজন। আর এই বইটা কতখানি প্রিয় সেটা ব্যাখ্যা করা অবান্তর। পড়বার জন্য কিংবা আবৃত্তি করবার জন্য এর থেকে ভাল কবিতার বই আর হয়না সম্ভবত। আমি যখন কবিতা লিখি কোনোনা কোনোভাবে হয়তো উনার থেকে উৎসাহিত হই। ভালবাসার কবিতা, প্রচন্ড ভাললাগার কবিতা। সম্ভবত এই লেখাগুলো আমি সারাজীবন আবৃত্তি করতে চাই। বইটা থেকে অনেকগুলো কবিতাই আমার ভীষণ প্রিয়। সবথেকে বেশি প্রিয়-

“আমারে যেদিন তুমি ডাক দিলা তোমার ভাষায়
মনে হইল এ কোন পাখির দ্যাশে গিয়া পড়লাম”

আর কলিজা ধরে টান মারে যেন-
“তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর।”

আমার আঞ্চলিক উচ্চারণ বিশেষ সুবিধার না। তবুও ভালবাসি কবিতা এবং কবিকে। সম্ভবত সেই ‘নূরুলদীনের সারাজীবন’ কবিতাটা পড়ে -

“নীলক্ষা আকাশ নীল
হাজার হাজার তারা ঐ নীলে অগণিত আর নিচে”
Profile Image for Farzana Raisa.
530 reviews237 followers
November 21, 2020
পরানের ভিতরই ছুঁয়ে যায় কবিতাগুলো...
Profile Image for Omar Faruk.
263 reviews16 followers
January 31, 2022
আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,
ক্যান এত তপ্ত কথা কয়, ক্যান পাশ ফিরা শোয়,
ঘরের বিছান নিয়া ক্যান অন্য ধানখ্যাত রোয়?
অথচ বিয়ার আগে আমি তার আছিলাম ধ্যান।
আছিলাম ঘুমের ভিতরে তার য্যান জলপিপি,
বাঁশির লহরে ডোবা পরানের ঘাসের ভিতরে,
এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে,
এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি।
মানুষ এমন ভাবে বদলায়া যায়, ক্যান যায়?
পুন্নিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার?
সাধের পিনিস ক্যান রঙচটা রদ্দুরে শুকায়?
সিন্দুরমতির মেলা হয় ক্যান বিরান পাথার?
মানুষ এমন তয়, একবার পাইবার পর
নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর।

বইয়ের কবিতা গুলো নিয়ে আলাদা করে না বলে। উপরে যেই কবিতাটা দিলাম। সেটাই হয়তো পাঠককে বইটার প্রতি আগ্রহী করে তুলবে।
আকারে ছোট বই কিন্তু প্রতিটা কবিতাই ভালো লাগার মতো। কবিতা পছন্দ করেন এমন পাঠককেরা অবশ্যপাঠ্য বলে ধরে নিতে পারেন।
Profile Image for Ësrât .
515 reviews85 followers
October 26, 2025
আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,
ক্যান এত তপ্ত কথা কয়, ক্যান পাশ ফিরা শোয়,
ঘরের বিছান নিয়া ক্যান অন্য ধানখ্যাত রোয়?


তপ্ত কথার মানুষ যখন নিরুদ্দেশ রয়,পাশ ফেরার আগেই যখন পাশ কেটে যায়,এই দুঃখ কোথায় রেখে জীবন যাপন হয়?

তবুও,

আবার ডাকলে পরে কিছুতেই স্বীকার হমু না।
বুকের পাষাণ নিয়া দিমু ডুব শীতল যমুনা।।


২৬/১০/২৫
Profile Image for Jahid Hasan.
135 reviews160 followers
December 12, 2019
এইতো একরত্তি বই অথচ এতোসব কারুকাজ এই বইয়ের ভেতর!
শামসুল হক নিজের সঙ্গেই নিজে যেন খেলা করেছেন। ভাষার বদল করে দেখেছেন জীবন কেমন করে বদলায়--
পুন্নিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার?

লেখকের কাছে লেখালেখিটা সবসময়ই একটা বাজি। এই বাজিতে নিজেকেই নিজের ছাড়িয়ে যেতে হয়। অথবা নিছক নিজের গল্প করতে বসে লেখক একে একে বলে যান অপরের সুগোপন কথা।

তবুও সংসার নিয়া তারে নিয়া তুমি কি পাগল,
তোলো লালশাক মাঠে, ফসফস কোটো পুঁটিমাছ,
সাধের ব্যাঞ্জন করো, রান্ধো ক্ষীর পুড়ায়া আঞ্চল,
বিকাল বেলায় কর কুঙ্কুমের ফোঁটা দিয়া সাজ।
ইচ্ছা করে টান দিয়া নিয়া যাই তোমারে রান্ধুনি,
তোমার সুতায় আমি একখান নীল শাড়ি বুনি।


মাহমুদুল হক সবসময় বলতেন শামসুল হকের কবিতার হাত দারুণ শক্তিশালী। সেই হাতেই কবি সৈয়দ শামসুল হক লিখলেন,

এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর৷
Profile Image for Munem Shahriar Borno.
202 reviews12 followers
June 4, 2024
"এ এক দারুণ বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর।"

স্নিগ্ধ, শান্ত, সহজ অথচ সরল কিছু পদ্য। শুয়ে শুয়ে পড়তেছিলাম, ঘুম চলে আসলো। ভালো ঘুম হয়েছে 😄
Profile Image for Shishir.
186 reviews39 followers
September 14, 2025
"আমারে যে তুমি ডাক দিলা তোমার ভাষায়
মনে হইলো এ কোন পাখির দ্যাশে গিয়া পড়লাম,
এ কোন নদীর বুকে এতগুলো নায়ের বাদাম,
এত যে অচিন বৃক্ষ এতদিন আছিল কোথায়?
আমার সর্বাঙ্গে দেখি পাখিদের রতির পালক,
নায়ের ভিতর থিকা ডাক দ্যায় আমারে ভুবন,
আমার শরীরে য্যান শুরু হয় বৃক্ষের রোপণ,
আসলে ভাষাই হইল একমাত্র ভাবের পালক।
তাই আমি অন্যখানে বহুদিন ছিলাম যদিও,
যেদিন আমারে তুমি ডাক দিলা নিরালা দুফর,
চক্ষের পলকে গেল পালটায়া পুরানা সে ঘর
তার সাথে এতকাল আছিল যে ভাবের সাথিও।
এখন আমার ঠোঁটে শুনি আমি অন্য এক স্বর,
ভাষাই আপন করে আর সেই ভাষা করে পর।"
Profile Image for Royhana Akter Rimu.
73 reviews4 followers
October 23, 2021
সাইজে ছোট্ট একটা বই। বাট কাব্যগ্রন্থ হিসেবে ঠিক আছে। বইটার সাইজ দেখেই কিনেছিলাম।
বইটা যে কবিতার বই সেটা বুঝতে ২ বছর সময় লাগছে। ফাইনালি ছোট বোন পড়ে বুঝায় দিলো সারমর্ম আসলে কি 😑
Profile Image for Monowarul ইসলাম).
Author 32 books177 followers
April 28, 2021
নেশার মতো একএকটা বাক্য, একএকটা শব্দ। প্রতিটা শব্দকে এত আপন মনে হয় পড়ার সময়, মনে হয় নিজের কথা নিজেই লিখছি। এই বইটা পাঠকদের একবার হলেও পড়া উচিৎ এর শব্দ আর বাক্যের জন্য।
Profile Image for SH Sanowar.
118 reviews29 followers
November 9, 2022
আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,
ক্যান এত তপ্ত কথা কয়, ক্যান পাশ ফিরা শোয়,
ঘরের বিছান নিয়া ক্যান অন্য ধানখ্যাত রোয়?
( পরানের গহীন ভিতর - ৪)

জামার ভিতর থিকা যাদুমন্ত্রে বারায় ডাহুক
চুলের ভিতর থিকা আকবর বাদশাহর মোহর
মানুষ বেকুব চুপ, হাটবারে সকলে দেখুক
কেমন মোচড় দিয়া টাকা নিয়া যায় বাজিকর
(পরাণের গহীন ভিতর-১)

তোমারে যে ভালোবাসে এর থিকা আরো পাঁচগুন
আল্লার কসম আমি দিমু তারে এই জামাখান,
আমার কলম আমি দিমু তারে, শরীলের খুন
দোয়াত ভরায়া দিমু, অনুরোধ খালি একখান-
সে য্যান আমার থিকা আরো ভালো পদ্য লেখে আর
যাদুমন্ত্রে রূপার শিকল হাতে দিতে পারে তার।
( পরানের গহীন ভিতর - ২৯)


মনে হয় আমার থিকাও একা বৃক্ষের পরাণ
আমার থিকাও দু;খী যমুনা নদীর কিনার
আমার তো গ্যাছে এক, কত কোটি লক্ষ গ্যাছে তার
(পরাণের গহীন ভিতর-৭)


আমারে তলব দিও দ্যাখো যদি দুঃখের কাফন
তোমারে পিন্ধায়া কেউ অন্যখানে যাইবার চায়
মানুষ কি জানে ক্যান মোচড়ায় মানুষের মন,
অহেতুক দুঃখ দিয়া কেউ ক্যান এত সুখ পায়?
(পরানের গহীন ভিতর -৮)


তয় কি অচিন বৃক্ষ তুমি সেই ভুবনে আমার,
আমারে দিয়াছো ব্যাধি, নিরাময় অসম্ভব যার।
 (পরানের গহীন ভিতর-৩)


তোমার খামাচির দাগ এখনো কি টকটাকা লাল,
এখনো জ্বলন তার চোৎরার পাতার লাহান।
( পরানের গহীন ভিতর - ৬)


পরাণে পরাণ যদি এই মতো হাজার সোয়াল
সারাদিন যমুনার খলবল চিতল বোয়াল
(পরাণের গহীন ভিতর-৩৩)


এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীণ ভিতর
(পরাণের গহীন ভিতর-১)


সবসময় হাতের কাছে রাখা এবং পড়ার মতো একটা বই। বাংলা সাহিত্যে এক অনবদ্য সংযোজন :3
Profile Image for Antu Paul.
110 reviews80 followers
December 31, 2024
"এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর"

যে সময় কবিতাগুলো লেখা তখন এই বাংলার বুদ্ধিজীবীরা কলকাতাকেন্দ্রিক প্রমিত রীতির সাহিত্য থেকে বুড়িগঙ্গাপাড��ের সাহিত্যকে মৌলিক করতে যে উদ্যোগ নিয়েছিলেন তার একটা স্মরণীয় স্বাক্ষর এই কাব্যগ্রন্থ।
১৪ লাইনের প্রতিটি সনেটে গ্ৰামীন পরিবেশ ও জীবনযাত্রার অপূর্ব কারুকাজময় চিত্রকল্পে ধরা দিয়েছে প্রেম, চাওয়া-পাওয়ার কথা ও অপ্রাপ্তি। কবিতাগুলোয় সনেটের কড়া শাসনে ভাবোচ্ছ্বাসের ব্যাপারটা কম। তবে চিত্রকল্পে ঠাসা এজন্য বারবার পড়তে ভালো লাগে। শব্দের জাদুবলে অতি গোপনে বলে গেছেন বিষণ্ণ প���ানের গহীনে থাকা কথা।
আর কবি আঞ্চলিক ভাষায় ভাষায় কবিতাগুলো লিখেছেন শুধু এটুকু বলা ভুল হবে। আসলে ওই ভাষায় কথা বলা মানুষের দিনানিপাত, প্রেম-বিরহ থেকেই কবিতাগুলো উঠে এসেছে!

“ইচ্ছা করে টান দিয়া নিয়া যাই তোমারে রান্ধুনি
তোমার সুতায় আমি একখান নীল শাড়ি বুনি।”
Profile Image for এশা.
140 reviews51 followers
June 12, 2022

এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর।।


তোমার সাক্ষাৎ পাই যেইখানে দারুণ বিরান,
ছায়া দিয়া ঘেরা আছে পরিস্কার তোমার উঠান।।


সে কোন বাটিতে কও দিয়াছিলা এমন চুমুক
নীল হয়া গ্যাছে ঠোঁট, হাত পাও শরীল অবশ,
অথচ চাও না তুমি এই ব্যাধি কখনো সারুক।
আমার জানতে সাধ, ছিল কোন পাতার সে রস?


•আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,

•মানুষ এমন তয়, একবার পাইবার পর
নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর।।


পরানের ভিতরে সুরাখ—
সেখানে কেবল এক ফরফর শব্দ শোনা যায়,
পাখিরা উড়াল দিয়া গ্যাছে গিয়া, এখন বিরান,
এখন যতই আমি ছড়া দেই কালিজিরা ধান,
সে কি আর আঙিনায় ফিরা আসে? আর কি সে খায়?
সকাল বিকাল গাড়ি, চক্ষু আছে তাই চক্ষে পড়ে;
পলকে পলকে গাড়ি সারাদিন মনের ভিতরে।।


এখন কোথায় যাই, এইখানে বড় সুনসান, মানুষের দুঃখ আছে, জগতের আছে কিনা জানি না-
জগৎ এমনভাবে হয়া যায় হঠাৎ অচিনা। মনে হয় আমার থিকাও একা বৃক্ষের পরান, আমার থিকাও দুঃখী যমুনার নদীর কিনার। আমার তো গ্যাছে এক, কত কোটি লক্ষ গ্যাছে তার।


মানুষ কি জানে ক্যান মোচড়ায় মানুষের মন,
অহেতুক দুঃখ দিয়া কেউ ক্যান এত সুখ পায়?
যে তারে পরান কই, সেই ব্যাক্তি পাইকের মতো
আমার উঠানে ক্যান নিলামের ঢোলে বাড়ি দ্যায়?


ইচ্ছা করে টান দিয়া নিয়া যাই তোমারে রান্ধুনি,
তোমার সুতায় আমি একখান নীল শাড়ি বুনি।।

১৫
আমারে হারায়া দেখি জমিহারা চাষী হও কি না?

২৩
আমারে যেদিন তুমি ডাক দিলা তোমার ভাষায়
মনে হইল এ কোন পাখির দ্যাশে গিয়া পড়লাম,
এ কোন নদীর বুকে এতগুলা নায়ের বাদাম,
এত যে অচিন বৃক্ষ এতদিন আছিল কোথায়?
Profile Image for Rashed.
127 reviews26 followers
May 17, 2021
আঞ্চলিক ভাষায় লেখা সৈয়দ শামসুল হকের অসধারণ কাব্য "পরানের গহীন ভিতর"।এত স্বতস্ফূর্ত,এত হৃদয়ছোঁয়া,এত আবেগমথিত,এত সুর লহরিত,এত সরল,এত গভীর,এত সূক্ষ্ম,এত মর্মস্পর্শী যে পরানকে একেবারে উলটাইয়া পালটাইয়া দেয়।বাংলার চিরায়ত জীবনের আকাংখা,প্রকৃতি আর মানবজীবনের অতৃপ্ত মেলবন্ধনের দার্শনিক ভাষ্য এই কাব্য।পরানের গহীন ভিতর।


ভালোবাসার মানুষের বৈরী আচরণের কষ্টে কবি ব্যক্ত করেছেন-
যে তারে পরান কই, সেই ব্যক্তি পাইকের মতো আমার উঠানে ক্যান নিলামের ঢোলে বাড়ি দ্যায়?

আবার কাছের মানুষের বদলে যাওয়া দেইখা কবি লিখেছেন-
মানুষ এমনভাবে বদলায়া যায়, ক্যান যায়?
পুন্নিমার চান হয় অমাবস্যা কীভাবে আবার?
সাধের পিনিস ক্যান রঙচটা রোদ্দুরে শুকায়?

কারণটা ও কবি কইয়া দিসেন-

মানুষ এমন তয়, একবার পাইবার পর
নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর।।

আবার জিগাইসেন-
মানুষ কি জানে ক্যান মোচড়ায় মানুষের মন?

সত্যিই তাই-
এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর!
Profile Image for Zihad Saem.
123 reviews7 followers
November 19, 2024
আহা কি দারুণ সব কবিতা। ক'দিন পর পর বইটা নিয়ে বসি। সেকি আশ্চর্য এক অনুভূতি। সবসময়ের জন্যে পরানের গহীন ভিতরেই থেকে যাবে। সৈয়দ হকের আসলেই এক বাজিকর।
Profile Image for Imran Shorif Shuvo.
86 reviews30 followers
September 6, 2021
“ এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর। ”

... ... ...

“ মানুষ এমন তয়, একবার পাইবার পর
নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর। ”
Profile Image for তানভীর রুমি.
119 reviews63 followers
November 18, 2021
আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,
ক্যান এত তপ্ত কথা কয়, ক্যান পাশ ফিরা শোয়,
ঘরের বিছান নিয়া ক্যান অন্য ধানখ্যাত রোয়?
অথচ বিয়ার আগে আমি তার আছিলাম ধ্যান।
আছিলাম ঘুমের ভিতরে তার য্যান জলপিপি,
বাঁশির লহরে ডোবা পরানের ঘাসের ভিতরে,
এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে,
এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি।
মানুষ এমন ভাবে বদলায়া যায়, ক্যান যায়?
পুন্নিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার?
সাধের পিনিস ক্যান রঙচটা রদ্দুরে শুকায়?
সিন্দুরমতির মেলা হয় ক্যান বিরান পাথার?
মানুষ এমন তয়, একবার পাইবার পর
নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর।


/

কবিতা পড়ে আরাম পাওয়ার যে ব্যাপারটা বা কবিতা যেজন্য পড়া হয়- সেই ব্যাপারটা পূরণ করে এই ছোট বইটা। বইটা হাতে পাওয়ার পর আকার আকৃতি দেখে অবাক হয়েছিলাম, কবিতা পড়া শেষ করে আরও একবার অবাক হয়েছি। পকেটে নিয়ে ঘোরার মতো করে বানানো বই- কবিতাগুলোও সেরকমই।
Profile Image for Oronnok Prithibi.
6 reviews125 followers
April 11, 2018
"মানুষ এমন তয়, একবার পাইবার পর
নিতান্ত মাটির মনেহয় তার সোনার মোহর।"
Profile Image for Nuzud Binte Olid.
13 reviews2 followers
December 25, 2022
বার বার পড়ার মতো একটি বই।
যত বার পড়ি নতুন কিছু খুঁজে পাই।
Profile Image for Faija Binte Haque.
6 reviews9 followers
September 12, 2021
" নিজেই তাজ্জব তুমি – একদিকে যাইবার চাও
অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান৷
সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না,
খেলা যে দেখায় তার দ্যাখানের ইচ্ছায় দেখায়,
ডাহুক উড়ায়া দিয়া তারপর আবার ধরে না,
সোনার মোহর তার পড়া থাকে পথের ধূলায় ৷
এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর
যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর ৷ "

অথবা

"পুন্নিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার?
সাধের পিনিস ক্যান রঙচটা রদ্দুরে শুকায়?
সিন্দুরমতির মেলা হয় ক্যান বিরান পাথার?
মানুষ এমন তয়,একবার পাইবার পর
নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর।"

লাইনগুলো যেন ব্যথাকাতর ব্যর্থ অথবা পোড় খাওয়া প্রেমিক/প্রেমিকার 'পরানের গহীন ভিতর' থেকে আসা আঞ্চলিক ভাষায় ক্রন্দন আর হাহাকার।
আকারে ছোট, কিন্তু প্রতিটি কবিতার আলাদা করে শক্তি আছে বলতে হয়। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের অনবদ্য সৃষ্টি।
Profile Image for Mehzabin Hasan Hridy.
65 reviews
Read
May 26, 2022
অনেকদিন ধরেই পরানের গহীন ভিতর পড়ার চেষ্টায় ছিলাম। এর সন্ধান প্রথম পাই এক আপুর আবৃত্তি থেকে। শুনে এত ভালো লেগেছিলো!
তো, কবিতাগুলো পড়ে ফেললাম অবশেষে, দেরিতে হলেও!

সত্যি বলতে, অনেককিছুই বুঝিনি।
ভালো করে বুঝতে হলে আরও কয়েকবার পড়তে হবে। পড়ব।

তবে, যেটুকু বুঝেছি সেটুকু মোটামুটি ভালোই লেগেছে। কিছু অনবদ্য পঙক্তি পাওয়া গেল এতে।
Profile Image for Shahrian Shihab.
119 reviews
February 2, 2023
কবিতা কম বুঝি। তাই রেটিংও আপাতত কম দিলাম। আরো মনোযোগ দিয়ে পড়তে হবে।

"মানুষ এমন তয়, একবার পাইবার পর
নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর।"
Displaying 1 - 30 of 51 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.