সত্যজিৎ রায়ের ব্যাপারে ভয়াবহ অবসেশন আছে আমার। তার সকল সৃষ্টিকর্ম আমার ভয়াবহ পছন্দ। এই বইয়ে সংকলিত হয়েছে সত্যজিৎ রায়ের নিজ হাতে আঁকা দেশী-বিদেশী অসংখ্য রথী-মহারথীর পোট্রেট ও স্কেচ। সব্যসাচী মানুষের সবথেকে বড় উদাহরণ হল সত্যজিৎ রায়। ফিল্ম মেকিং, ছোটগল্প, গোয়েন্দা উপন্যাস, মিউজিক কম্পোজিশন সেইসাথে আঁকাআকি। রবীন্দ্রনাথের যোগ্য উত্তরসূরী একেবারে। পোট্রেটগুলো এমন, দেখলেই চোখ জুড়িয়ে যায়। কয়েকটা তো সাধারণ আঁকিবুঁকি কেটেই বানানো। সংগ্রহে রাখার মত দারুণ একটা কালেকশন।