ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম সময় গুলোর একটা যে তাতারীদের সময় ছিল এটা নিশ্চিত ভাবে বলা যায়। হত্যা, ধর্ষণ ও নির্যাতনের বর্ণনা পড়েই সহ্য করা কঠিন, বাস্তবতা না জানি আরু কত কঠিন ছিল।
নিষ্ঠুরতা যে তাতারদের অন্যতম অশ্র ছিল তা আর বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি ড. রাগেব সারজানীর বই অনেকেই পড়ছেন, আমিও এটা নিয়ে মনে হয় তিনটি হলো। হুবহু ইতিহাস পড়তে ইকটু কষ্ট কেমন যেন এগুতে চায় না। তবে সবমিলিয়ে বলা যায় বইটা ভালো।
كتاب جيد يبرز فيه مؤلفة أهمية العلم و دوره في حياة الأمم من خلال نماذج من علماء الشرق و الغرب في علوم مختلفة. لكنه لاحظت انه كان متحيزا لبلده مصر لأنه ذكر نماذج كثيرة من علماء مصريين